Lifestyle:নতুন চুল গজাচ্ছে না? ভরসা থাকুক এই ৫ বাদামে
চুল পড়ে যাচ্ছে, কিন্তু সেই গতিতে নতুন না গজালে চিন্তা। এসব ক্ষেত্রে দারুণ কাজে দিতে পারে বাদাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন চুল গজানোর জন্য পাঁচ ধরনের বাদামের কথা বলে থাকেন বিশেষজ্ঞরা।
আখরোট। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অ্যান্টি অক্সিড্যান্ট নতুন চুল গজাতে সাহায্য করে। চুলের ঘনত্ব বাড়াতেও জরুরি ভূমিকা রয়েছে আখরোটের।
কাজুবাদাম পছন্দ করেন? তা হলে আপনার অজান্তেই চুলের বৃদ্ধির জন্য জরুরি জিঙ্ক ও প্রোটিন যাচ্ছে আপনার শরীরে।
'আমন্ড'-র কথা ভুললে চলবে না। ভিটামিন ই, ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর আমন্ড-র উপরও চুলের বাড়বৃদ্ধির জন্য ভরসা করেন অনেকে।
'হ্যাজেলনাট'। এর মধ্যে থাকা সেলেনিয়াম, জিঙ্ক, প্রোটিন এবং ভিটামিন ই চুলের ফলিকলের ক্ষতি আটকায়।
পেস্তা। চুলের শুষ্কতা ও ভেঙে যাওয়ার প্রবণতা রুখতে এটির জরুরি ভূমিকা রয়েছে বলে বিশ্বাস অনেকেরই।
তবে সকলের ক্ষেত্রে সব বাদামই যে এক রকম কার্যকরী হবে, তা নয়। তাই সতর্ক থাকা দরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -