Ritabhari Chakraborty: 'অনেকদিন পর একা সফর', ঋতাভরীর ডেস্টিনেশান দুবাই
ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) মানেই পায়ের তলায় সর্ষে। কাজ থেকে ফুরসত পেতেই তিনি বেরিয়ে পড়েন দেশে-বিদেশে। তাঁর মন ভালো করার টনিক ভ্রমণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযদি সেই সফর কেবলমাত্র নিজের হয়, তাহলে তো কথাই নেই। সদ্য দীর্ঘ অসুস্থতা কাটিয়ে উঠেছেন তিনি। শরীর ঠিক হতেই নায়িকার ডেস্টিনেশন সোজা দুবাই। সেখানকার কফিশপে বসে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ছবিও।
সদ্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন ঋতাভরী। কালো পোশাকে একটা কফিশপে বসে রয়েছেন তিনি। কালো রোদচশমা চোখ ঢেকেছেন, সামনে প্রিয় কফি আর খাবার।
ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'কফি এবং আরও অনেক কিছু। সেইসঙ্গে তিনি যোগ করে দিয়েছেন 'দুবাই ডায়েরিজ' কথাটা।
সামনেই নতুন ছবির শ্যুটিং। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় সেই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ নায়িকা। তবে তার আগে ছুটি কাটিয়ে শহরে ফিরতে চান তিনি।
কিছুদিন আগেই শিকাগো থেকে ফিরেছেন ঋতাভরী। সফর থেকে ফিরে সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী লিখেছিলেন, 'শিকাগো শহরের জন্য আমার এই প্রেমপত্র.. আমি পৃথিবীর অনেক জায়গায় গেছি কিন্তু তুমি আমার মধ্যে ওড়ার ইচ্ছা তৈরি করেছো। হয়তো সেজন্যই আমি তোমার কাছে বার বার ফিরে আসি। তোমার মধ্যে এমন কিছু নেই যেটা আমি বদলাতে চাই।'
ঋতাভরী আরও বলেছেন, ') এখানে আমি একটা বই নিয়ে বসে সারাটা দিন কাটিয়ে দিতে পারি। বা মিশিগানের একটা লেকের ধারে হাঁটতে হাঁটতে তোমার সৌন্দর্য্যে মোহিত হতে পারি। আর আমার সবচেয়ে সুন্দর স্মৃতি হল মিলেনিয়াম পার্কে ঝরনার তলায় শিশুদের সঙ্গে মিলে ভেজা।' তোমায় অনেক ভালোবাসা.. রীতা'
সদ্য শ্যুটিং ফ্লোর থেকে একটি মজার রিল ভিডিও শেয়ার করেছিলেন ঋতাভরী। লাল বেনারসি, ভারি গয়নায় সেজেছেন ঋতাভরী চক্রবর্তী।
বিশাল ঝাড়লন্ঠনের নিচে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আবহসঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে 'ওম শান্তি ওম' (Om Shanti Om) ছবির ক্লাইম্যাক্সের সেই পরিচিত সংলাপ বলছেন ঋতাভরী। 'ইসি ঝুমর কে নীচে মিলেগি শান্তি কি লাশ'। অর্থাৎ, এই ঝাড়লন্ঠনের নিজেই পাওয়া যাবে শান্তির লাশ।
তিনি ঘুরতে ভালোবাসেন। কিন্তু দীর্ঘ অসুস্থতার কারণে একা সফরে বেরতে পারেননি তিনি। সুস্থ হয়েই দুবাই পাড়ি দিয়েছেন টলিউডের 'বং ক্রাশ' ঋতাভরী চক্রবর্তী। সঙ্গী? কেউ নয়। দুবাইতে বন্ধু রয়েছে বটে, তবে একা সফরই বেশি প্রিয় নায়িকার। তাই ব্যাগপ্যাক গুছিয়ে ছুটি কাটাতে নায়িকার ডেস্টিনেশন সোজা দুবাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -