Ritabhari Chakraborty: ক্রিসমাসের আগে ঋতাভরীই যে সান্তাক্লস, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গেই কাটালেন দিনটা
বড়দিনের উৎসব থেকে যেন খুদে সদস্যদের একেবারেই আলাদা করা যায় না। একই ব্যাপার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-র ক্ষেত্রেও। বড়দিনে তিনি তাঁর স্কুলের খুদেদের কাছে ছুটে যাবেন না তাও কি হয়!
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ'-এর দায়িত্ব নিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। তিনি ও তাঁর মা দায়িত্ব নিয়ে এই স্কুল চালান।
প্রত্যেক অনুষ্ঠানেই স্কুলের খুদেদের কাছে ছুটে যান তিনি। ব্যতিক্রম নয় বড়দিনও। বড়দিনের আগের দিন, অর্থাৎ ২৪ ডিসেম্বরের সকালটা ঋতাভরী পালন করলেন তাঁর স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে।
হাজির ছিলেন ঋতাভরীর বন্ধু ও মা শতরূপা সান্যালও। এদিন স্কুলে কেক কাটা থেকে শুরু করে বিভিন্ন খেলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থাও করেছিলেন ঋতাভরী আর তাঁর মা শতরূপা।
এদিন লাল সবুজ পোশাকে ঋতাভরী নিজেই যেন সান্তাক্লজ। ছোট শিশুদের হাতে তুলে দিলেন উপহার। খুদেরাও বিভিন্ন উপহার নিয়ে এসেছিল ঋতাভরীর জন্য।
তবে এই প্রথম নয়, প্রত্যেক বছরই 'দ্য আইডিয়াল স্কুল ফল ডেফ'-এ ক্রিসমাসের উৎসব উদযাপনের আয়োজন করেন ঋতাভরী।
শুধু ক্রিসমাসই বা কেন.. দুর্গাপুজো থেকে শুরু করে যাবতীয় উৎসবই ঋতাভরী শুরু করেন স্কুলের এই শিশুদের হাত ধরে। তাঁদের হাতে তুলে দেন উপহার, কখনও আবার নতুন জামা।
সোশ্যাল মিডিয়ায় খুদেদের সঙ্গে এই ছবিগুলি শেয়ার করে নিয়েছিলেন ঋতাভরী। অনেকেই সেই ছবিতে এমন উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন অভিনেত্রীকে।
কাজের ক্ষেত্রে শেষবার ঋতাভরীকে দেখা গিয়েছিল 'বহুরূপী' ছবিতে। শিবপ্রসাদ-নন্দিতার পরিচালত ও প্রযোজিত এই ছবি বক্সঅফিসে চূড়ান্ত ব্যবসা করেছে।
নিজের ব্যক্তিগত জীবন নিয়েও যথেষ্ট খোলামেলা ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছিলেন তাঁর নতুন সম্পর্কের কথাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -