Sukhoi Su-30 MKI: ব্রহ্মোস মিসাইলে শত্রুঘাঁটিকে ছারখার, নিখুঁত চালে লক্ষ্যভেদ, ভারতের যুদ্ধবিমান সুখোই ৩০-এর গর্জনে কাঁপে শত্রুপক্ষ
দু-দশক আগে রাশিয়া থেকে এক যুদ্ধবিমান এসেছিল ভারতে। নাম সুখোই-৩০ এমকেআই। রুশ নির্মিত মাল্টি-রোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট সুখোই ৩০-এমকেআই হল ভারতীয় বায়ুসেনার প্রধান স্তম্ভ। ছবি সূত্র- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখন বায়ুসেনায় ২৭২টি সুখোই রয়েছে। এমনকী ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বহনের জন্য এই বিমানের আধুনিকীকরণ করা হয়েছে। মাঝ-আকাশে ডগ-ফাইটে এই বিমানের জুড়ি মেলা ভার।
সুখোইয়ের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২ হাজার ১২০ কিলোমিটার। সর্বোচ্চ টেক-অফ লিফ্ট ৩৮ হাজার ৮০০ কেজি। বিভিন্ন ধরনের বম্ব, রকেট ও ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সুখোই। মোট বহন ক্ষমতা প্রায় ৮ হাজার কেজি। ছবি সূত্র- পিটিআই
এই বিমানে বিশ্বের একমাত্র সুপারসনিক ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রের এয়ার-ভার্সান অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যুদ্ধ বিমানে রয়েছে উন্নতমানের ব়্যাডার টেকনোলজি। ছবি সূত্র- পিটিআই
বিশেষজ্ঞদের মতে, সুখোই-এর ডিজাইন করাই হয়েছে মাঝ-আকাশের যুদ্ধের কথা ভেবেই। সেই কারণেই এর ম্যানুভারেবিলিটি তুখোর। যে কোনও দিকে যখন ইচ্ছে বাঁক নিতে পারে এই ফাইটার জেটটি।
এছাড়াও মাঝ আকাশে জ্বালানি ভরতে সক্ষম এই বিমান। সবচেয়ে বড় কথা, ট্যাঙ্কার ছাড়াও অন্য সুখোই-এর থেকেও জ্বালানি ভরতে সক্ষম।
বম্বার হিসেবেও ভূমিকা নিতে পারে সুখোই-৩০। বিশ্বের অন্যতম সেরা চতুর্থ প্রজন্মর যুদ্ধবিমান হল এই সুখোই-৩০।
এই বিমান শত্রুর কোনও সামরিক ঘাঁটি বা ভূমিতে থাকা কোনও লক্ষ্যবস্তুকে গুঁড়িয়ে দিতে সক্ষম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -