পুজোয় বিশেষভাবে সক্ষম শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিলেন 'দুর্গা' ঋতাভরী
সিঁথিতে সিঁদুর, গা ভরা গয়না, মহালয়ার দিন এই বেশেই অনুরাগীদের চমকে দিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। মহালয়ার ভোরে তিনিই যেন স্বয়ং মা দুর্গা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুরাগীরাও ভালোবাসা উপচে দিয়েছেন প্রিয় নায়িকার ছবিতে। সকলের মুখে একই কথা, সত্যিই মোহময়ী দেখাচ্ছে ঋতাভরীতে।
তবে কেবল পোশাকে নয়, বাস্তব জীবনেও মানুষের পাশে দাঁড়ানো ঋতাভরীর অভ্যাস। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি।
'দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ অ্যান্ড ডাম' নামে একটি স্কুলের দায়িত্ব নিয়েছেন ঋতাভরী। সেখানে বিশেষভাবে সক্ষম শিশুদের পঠন-পাঠনের ব্যবস্থা রয়েছে।
তবে কেবল পঠন-পাঠন নয়, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ওইসব কচিকাঁচাদের মধ্যে পৌঁছে যান ঋতাভরী। তাঁদের নিয়েই কাটে ঋতাভরীর বিশেষ দিনগুলি।
বাদ গেল না এবারের দুর্গাপুজোও। এবারও পুজোর শুরুতে নিজের স্কুলে পৌঁছে গেলে ঋতাভরী। ছোটদের হাতে তুলে দিলেন নতুন পোশাক।
সোশ্যাল মিডিয়ায় ছোটদের সঙ্গে পুজো উৎযাপনের ছবি শেয়ার করেছেন ঋতাভরী। হলুদ পোশাকে ঋতাভরীকে যথারীতি ঝলমলে দেখাচ্ছিল।
ছবি শেয়ার করে ঋতাভরী জানালেন, আজ তাঁর স্কুলের ছোটদের নতুন জামা পরার দিন। সেইসঙ্গে এদিন স্কুলে আয়োজন করা হয়েছিল কবিতা ওয়ার্কশপেরও।
কচিকাঁচাদের সঙ্গে হাত মিলিয়ে কেক কাটেন ঋতাভরী। সবার হাতে তুলে দেন নতুন পোশাক, খাবার।
করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল। ছোটদের থেকে দূরে থাকার মনখারাপ বারবার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন ঋতাভরী। তবে আজ করোনাবিধি মেনেই স্কুলে সমস্ত আয়োজন করেছিলেন ঋতাভরী
আগামী ১০ তারিখ মুক্তি পাচ্ছে ঋতাভরীর নতুন ছবি এফআইআর। ছবির মুক্তি নিয়ে অধীর অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -