Ritabhari Chakraborty on Valentines Day: চিঠির ভাঁজে জুঁইফুলে প্রেম নিবেদন, সেই একতরফা প্রেমিককে রাখী পরিয়েছিলেন ঋতাভরী!
Ritabhari Chakraborty News: সেই সময়ে আমার খুব পছন্দের জুঁই ফুল। সে একটি প্রেমপত্রের মধ্যে জুঁইফুল দিয়ে মুড়িয়ে আমায় দিয়েছিল। ভাবনাটা ভীষণ পছন্দ হয়েছিল আমার।
চিঠির ভাঁজে জুঁইফুলে প্রেম নিবেদন, সেই একতরফা প্রেমিককে রাখী পরিয়েছিলেন ঋতাভরী!
1/10
রাত পোহালেই প্রেমের দিন। ভ্যালেন্টাইন্স ডে। মনের মানুষকে ভালবাসার কথা বলার এর থেকে উপযুক্ত দিন বোধহয় আর হয় না!
2/10
ঠিক সেটাই হয়তো ভেবেছিলেন নায়িকার সেই বন্ধুটি। তখন ক্লাস ৩। মায়ের একপাটি কানের দুল নিয়ে এসে প্রিয় বান্ধবীকে উপহার দিয়েছিলেন সেই ছেলেটি।
3/10
প্রেমদিবসের আগে, এবিপি লাইভকে সেই গল্প শোনালেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। ভাগ করে নিলেন অজানা গল্প।
4/10
এবিপি লাইভ (ABP Live) আয়োজন করেছিল 'শুধু তোমারই জন্য'। সেখানে দর্শকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছিলেন ঋতাভরী। সেখানেই তিনি ছোটবেলার এক গল্প শোনালেন।
5/10
সবচেয়ে মজার পাওয়া উপহার বলতে ঋতাভরীর মনে পড়ে ক্লাস ৩-এর কথা। অভিনেত্রী বলছেন, 'তখন ক্লাস ৩-এ পড়ি। সেই ছেলেটির নাম বলছি না এখন। বিয়ে হয়ে গিয়েছে হয়তো তাঁর। সে আমার জন্য তার মায়ের একপাটি কানের দুল আনতে পেরেছিল। সেটাই আমায় ভ্যালেন্টাইন্স -ডে তে উপহার দেয়। ভীষণ বিশেষ একটা উপহার ওটা।' বলেই হেসে ফেললেন ঋতাভরী। তারপর বললেন, 'সেই বয়সে সে যেটা মুঠো করে লুকিয়ে আনতে পেরেছিল আর কি!'
6/10
আরও এক প্রশ্নের উত্তরে এক মজার ঘটনা তুলে ধরলেন ঋতাভরী। বললেন, 'এটা একটা প্রেমপত্র পাওয়ার গল্প। সরাসরিই পেয়েছিলাম। সেই সময়ে আমার খুব পছন্দের জুঁই ফুল।'
7/10
ঋতাভরী বলছেন, 'সে একটি প্রেমপত্রের মধ্যে জুঁইফুল দিয়ে মুড়িয়ে আমায় দিয়েছিল। ভাবনাটা ভীষণ পছন্দ হয়েছিল আমার। '
8/10
তবে পরিণতি পায়নি সে প্রেম। ঋতাভরী বলছেন, 'তবে ছেলেটিকে এক্কেবারেই পছন্দ হয়নি। আর তাই পরের বছর আমি সেই ছেলেটিকে রাখি পরিয়েছিলাম।' বলেই স্বভাবসিদ্ধ হাসিতে ফেটে পড়লেন অভিনেত্রী।
9/10
তারপরে বললেন, 'আমার কিন্তু ভাবনাটা ভীষণ ভাল লেগেছিল। পরবর্তীতে ইচ্ছা আছে এই পরিস্থিতিটাই ছবির মধ্যে ফুটিয়ে তোলার।
10/10
সামনেই আসছে ঋতাভরীর নতুন ছবি 'ফাটাফাটি', বিপরীতে থাকছেন আবির চট্টোপাধ্যায়
Published at : 13 Feb 2023 02:38 PM (IST)