Ritabhari Chakraborty: ঋতাভরী নয়, নিজেকে 'রীতা' বলে পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলা প্রেমপত্র নায়িকার
তিনি ঘুরতে ভালোবাসেন। ছুটি পেলেই বেরিয়ে পড়েন দেশে বিদেশে। তবে এত জায়গার মধ্যে ঋতাভরীর প্রিয় শহর কোনটি জানেন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিকাগো। এই জায়গার মায়া বেঁধে রাখে ঋতাভরীকে। সুযোগ পেলেই তাই তিনি বার বার ফিরে যেতে চান শিকাগোয়। সোশ্যাল মিডিয়ায় শিকাগো ভ্রমণের একগুচ্ছ ঝলমলে ছবি ভাগ করে প্রিয় শহরকে প্রেমপত্র লিখলেন ঋতাভরী।
কখনও সমুদ্রের ধারে আবার কখনও ফুলের বাগানে বা খুব উঁচু কোনও রেস্তোঁরায়, ঝলমলে হাসিতে আলো ছড়াচ্ছেন ঋতাভরী চক্রবর্তী। ছবিগুলো কোনওটাই এই শহরের নয়, শিকাগোর।
সম্প্রতি সেখানে ঘুরতে গিয়েছিলেন ঋতাভরী। বিদেশভ্রমণ সেরে ফিরে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন নায়িকা। শুধু তাই নয়, ক্যাপশান হিসেবে রইল শিকাগোর উদ্দেশে লম্বা এক প্রেমপত্র।
ঋতাভরী লিখছেন, 'শিকাগো শহরের জন্য আমার এই প্রেমপত্র.. আমি পৃথিবীর অনেক জায়গায় গেছি কিন্তু তুমি আমার মধ্যে ওড়ার ইচ্ছা তৈরি করেছো। হয়তো সেজন্যই আমি তোমার কাছে বার বার ফিরে আসি। তোমার মধ্যে এমন কিছু নেই যেটা আমি বদলাতে চাই। (হয়ত শীতকালে ওই বড্ড কম তাপমাত্রা হয়ে যাওয়াটা কমাতে চাইতাম)'
ঋতাভরী আরও লিখেছেন, 'এখানে আমি একটা বই নিয়ে বসে সারাটা দিন কাটিয়ে দিতে পারি। বা মিশিগানের একটা লেকের ধারে হাঁটতে হাঁটতে তোমার সৌন্দর্য্যে মোহিত হতে পারি। আর আমার সবচেয়ে সুন্দর স্মৃতি হল মিলেনিয়াম পার্কে ঝরনার তলায় শিশুদের সঙ্গে মিলে ভেজা।' তোমায় অনেক ভালোবাসা.. রীতা (কারণ ওই দেশে কেউ আমার পুরো নামটা উচ্চারণ করতে পারে না)'
সদ্য করোনা থেকে সেরে উঠেছেন জীবনের সবচেয়ে প্রিয় দুজন মানুষ। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে সেই খবর দিলেন উচ্ছ্বসিত ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। তিনজনের একসঙ্গে ছবি পোস্ট করলেন নায়িকা।
কালো পোশাকে উঁচু কোনও এক রেস্তোরাঁয় ঋতাভরী। নরম রোদ মেখে মুগ্ধ হয়ে দেখছেন শিকাগোর সৌন্দর্য্য।
শিকাগোর সমুদ্রতীরে। ঋতাভরীর অনেক প্রিয় জায়গার মধ্যে অন্যতম এই সমুদ্রতীর।
ঋতাভরীর প্রিয় বইয়ের দোকান। এখানে বসে বই নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন ঋতাভরী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -