Rose: ত্বকে বয়সের প্রভাব পড়তে দেয় না, দূর করে সংক্রমণ, নিয়মিত ব্যবহার করুন গোলাপ
ত্বকের পরিচর্যায় অন্যতম জনপ্রিয় ও উপকারী উপাদান হল গোলাপ। বহু শতাব্দী ধরেই ত্বকের যত্ন নিতে গোলাপ জল, গোলাপের তেল, পাপড়ি ব্যবহার করা হচ্ছে। আধুনিক যুগেও ত্বক ভাল রাখতে গোলাপের বিকল্প নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোলাপে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিড্যান্টস, মিনারেলস থাকে। তার ফলে ত্বক ভাল থাকে, নানা সমস্যা দূর হয়। গোলাপের তেল ত্বকের শুকনো ভাব দূর করে। ত্বকে ভাঁজ ও দাগ দূর করে গোলাপ। টোনার হিসেবেও ব্যবহার করা যায় গোলাপ জল।
চর্মরোগ দূর করতে গোলাপ জলের জুড়ি মেলা ভার। নিয়মিত গোলাপ জল লাগালে ত্বক ভাল থাকে, চর্মরোগ দূর হয়।
গলা ব্যথা হলেও গোলাপ জল ব্যবহার করা যায়। বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে গলা ব্যথা সারানোর জন্য গোলাপ জল ব্যবহার করা হচ্ছে। এর পার্শ্ব-প্রতিক্রিয়াও খুব একটা নেই।
ত্বকে নানা সংক্রমণ দূর করতেও ব্যবহার করা হয় গোলাপ জল। এমনকী, চোখের ওষুধ হলেও গোলাপ জল ব্যবহার করা হয়। চোখ লাল হয়ে গেলে গোলাপ জল দিলে উপকার পাওয়া যায়।
গোলাপের পাপড়িতে অ্যান্টিঅক্সিড্যান্টস থাকে, যা ত্বকের কোষগুলিকে রক্ষা করে। ফলে নিয়মিত গোলাপ জল লাগালে ত্বক ভাল থাকে।
গোলাপ জল অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহার করা যায়। যে কোনও ক্ষত দ্রুত সারিয়ে তোলে গোলাপ জল। কেটে গেলে, পুড়ে গেলে বা কোনও ক্ষত হলে নিয়মিত গোলাপ জল লাগালে দ্রুত সেরে যায়।
ক্লান্তি দূর করতে এবং মন ভাল রাখতেও ব্যবহার করা যায় গোলাপ। গবেষণায় দেখা গিয়েছে, গোলাপ স্নায়ুর উপর প্রভাব ফেলে। তার ফলে ক্লান্তি ও উদ্বেগ দূর হয়।
অকালে ত্বক বুড়িয়ে যাওয়া ঠেকাতেও ব্যবহার করা হয় গোলাপ জল। নিয়মিত গোলাপ জল লাগালে ত্বক ভাল থাকে, ত্বকের উপর বয়সের প্রভাব পড়ে না।
হজমশক্তি বাড়াতেও সাহায্য করে গোলাপ। ২০০৮ সালে একটি গবেষণায় দেখা গিয়েছে, খাবার ঠিকমতো হজম না হলে গোলাপ জল খেলে উপকার পাওয়া যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -