'খারাপ থেকে ভালো, সবসময় ও আমার পাশে ছিল', সোশ্যাল মিডিয়ায় বিশেষ বন্ধুকে নিয়ে অকপট ঋতাভরী
কালো পোশাকে ঝলমলে এই নায়িকার ছবি এক ঝলকে দেখেই চিনতে পারবেন না এমন মানুষ নেই। অভিনয় হোক বা সমাজসেবা, ঋতাভরী চক্রবর্তী মানেই দৃষ্টান্ত। কিন্তু এহেন ঋতাভরীর সবচেয়ে প্রিয় বন্ধুটি কে জানেন কী?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেন ঋতাভরী। কখনও হাতপাতালের বেডে আবার কখনও বিদেশ সফরে, ঋতাভরী কাছ ছাড়া করেন না নিজের এই টেডি বিয়ার, থুড়ি প্রিয় বন্ধুটিকে।
সম্প্রতি দুটি অস্ত্রোপচার ও গুরুতর শারিরীক অসুস্থতা পার করে এসেছেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় এই কঠিন সময়ের কথা লিখেওছিলেন নায়িকা।
অসুস্থতা থেকে আনন্দের সফর, কখনও একে কাছ ছাড়া করেননি তিনি। বাদামি রঙের এই মিষ্টি টেডিবিয়ারই ঋতাভরীর সর্বক্ষণের সঙ্গী।
হাসপাতালের বেডে প্রিয় টেডিবিয়ারকে জড়িয়ে শুয়ে রয়েছেন অসুস্থ ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটিও ভাগ করে নিয়েছেন তিনি। স্বীকার করছেন, ভালো থেকে খারাপ, প্রত্যেকটা সময় ঋতাভরীর পাশে থেকেছে এই মিষ্টি টেডিই
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের পছন্দের টেডিবিয়ারের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে ঋতাভরী লিখছেন, 'আপনাদের সবার জন্য ও কেবলমাত্র একটা টেডিবিয়ার হতে পারে কিন্তু আমার জন্য ও ছোটবেলার বন্ধু আর সবসময়ের সঙ্গী।'
অভিনেত্রী আরও লিখেছেন, 'ও আমায় কখনও কোনও প্রশ্ন করে না আর সবসময় খুশি থাকে।'
পুজোয় মুক্তি পাচ্ছে ঋতাভরীর নতুন ছবি 'এফআইআর'। নতুন ছবি নিয়ে আগ্রহী নায়িকাও। একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবির ছোট ছোট ঝলক ভাগ করে নিয়েছেন ঋতাভরী। তবে পোস্টার থেকে শুরু করে ট্রেলার, রহস্য ও রোমাঞ্চে ভরা ঋতাভরীর নতুন ছবি। 'এফআইআর' ছবিতে ঋতাভরীর চরিত্রের নাম এশা চক্রবর্তী।
সম্প্রতি একটি বিজ্ঞাপনী শ্যুটের জন্য অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় সেই কথা ভাগও করে নিয়েছিলেন উচ্ছসিত ঋতাভরী।
কেবল অভিনয় নয়, শারিরীক অসুস্থতার চ্যালেঞ্জ নিয়েই পড়াশোনা চালিয়ে গিয়েছেন ঋতাভরী। কিছুদিন আগেই 'ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে 'অ্যাকটিং ফর ক্যামেরা প্রোগ্রাম' বিষয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন ঋতাভরী। হাসপাতালের বিছানায় বসেও অনলাইনে ক্লাস করতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীর লেখায় উঠে এসেছিল সেইসব কঠিন সময়ের কথা। সব পেরিয়েও, নিজের জায়গায় নিজেকে সেরা প্রমাণ করেছিলেন ঋতাভরী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -