Ritabhari Chakraborty Update: 'ওদের সঙ্গে আমিও শিশু হয়ে যাই', ঋতাভরী চক্রবর্তীর শিশু দিবস উদযাপনের ছবি পোস্ট

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

1/10
আজ দেশ জুড়ে পালিত হচ্ছে শিশু দিবস।
2/10
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী তাঁর 'আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ'-এর শিশুদের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করলেন।
3/10
স্কুলের কচিকাঁচাদের অনুষ্ঠান, মজা, হুল্লোড়, হাসিমুখের একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।
4/10
যেকোনও বিশেষ উৎসবই মূলত এই স্কুলের শিশুদের সঙ্গেই উদযাপন করেন অভিনেত্রী।
5/10
অতএব শিশু দিবসে ওঁদের সঙ্গেই আনন্দ ভাগ করে নেবেন তিনি, এটাই স্বাভাবিক।
6/10
'ওদের সঙ্গে থাকলে আমিও শিশু হয়ে যাই,' ক্যাপশনে সরল স্বীকারোক্তি ঋতাভরীর।
7/10
কী বিশেষ আয়োজন ছিল খুদেদের জন্য? 'পাপেট শো', 'মুখোশ তৈরির ওয়ার্কশপ'-এর আয়োজন ছিল।
8/10
খেলার সঙ্গে ছিল খাওয়া দাওয়ার আয়োজনও। খুদেদের মুখে হাসি ফুটিয়ে ব্যবস্থা করা হয়েছিল ফুচকা, কেক, বিরিয়ানির।
9/10
হাজির ছিলেন 'উইনি দ্য পুহ', 'ডোরেমন', 'ছোটা ভীম'।
10/10
নিজের সোশ্যাল মিডিয়ায় 'চিলড্রেনস ডে কার্নিভ্যাল'-এর একাধিক ছবি পোস্ট করেন ঋতাভরী চক্রবর্তী। ছবি সৌজন্য: ঋতাভরী চক্রবর্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডল।
Sponsored Links by Taboola