Ritabhari Chakraborty Update: 'ওদের সঙ্গে আমিও শিশু হয়ে যাই', ঋতাভরী চক্রবর্তীর শিশু দিবস উদযাপনের ছবি পোস্ট

আজ দেশ জুড়ে পালিত হচ্ছে শিশু দিবস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী তাঁর 'আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ'-এর শিশুদের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করলেন।

স্কুলের কচিকাঁচাদের অনুষ্ঠান, মজা, হুল্লোড়, হাসিমুখের একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।
যেকোনও বিশেষ উৎসবই মূলত এই স্কুলের শিশুদের সঙ্গেই উদযাপন করেন অভিনেত্রী।
অতএব শিশু দিবসে ওঁদের সঙ্গেই আনন্দ ভাগ করে নেবেন তিনি, এটাই স্বাভাবিক।
'ওদের সঙ্গে থাকলে আমিও শিশু হয়ে যাই,' ক্যাপশনে সরল স্বীকারোক্তি ঋতাভরীর।
কী বিশেষ আয়োজন ছিল খুদেদের জন্য? 'পাপেট শো', 'মুখোশ তৈরির ওয়ার্কশপ'-এর আয়োজন ছিল।
খেলার সঙ্গে ছিল খাওয়া দাওয়ার আয়োজনও। খুদেদের মুখে হাসি ফুটিয়ে ব্যবস্থা করা হয়েছিল ফুচকা, কেক, বিরিয়ানির।
হাজির ছিলেন 'উইনি দ্য পুহ', 'ডোরেমন', 'ছোটা ভীম'।
নিজের সোশ্যাল মিডিয়ায় 'চিলড্রেনস ডে কার্নিভ্যাল'-এর একাধিক ছবি পোস্ট করেন ঋতাভরী চক্রবর্তী। ছবি সৌজন্য: ঋতাভরী চক্রবর্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -