Ritabhari Chakraboty: 'তোমাকে ছাড়া আমার পৃথিবী সম্পূর্ণ নয়',চিত্রাঙ্গদার জন্মদিনে বিশেষ বার্তা ঋতাভরীর
Ritabhari Social Post: ঋতাভরী চক্রবর্তী সোশ্য়াল মিডিয়ায় যে গুলি পোস্ট করছেন সেখানে বিয়ের ছবি থেকে শুরু করে তাঁদের ছোটবেলার ছবিও রয়েছে।
চিত্রাঙ্গদার জন্মদিনে বিশেষ বার্তা ঋতাভরীর
1/10
সম্পর্কে বোন। কিন্তু এই ডুয়োর মধ্য়ে বন্ধুত্বও অটুট। কথা বলছি ঋতাভরী চক্রবর্তী ও তার বোন চিত্রাঙ্গদার। আজ চিত্রাঙ্গদার জন্মদিনে সোশ্য়াল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে একটি আবেগঘন বার্তা দিলেন ঋতাভরী।
2/10
তিনি লেখেন, 'শুভ জন্মদিন তিতিন সোনা। তুমি আমাদের জীবনের আলো। তুমিই আমার প্রথম প্রিয় বন্ধু, প্রথম প্রতিদ্বন্দ্বী, তোমাকে ছাড়া আমার পৃথিবী সম্পূর্ণ নয়। আমি তোমাকে ভালবাসি।'
3/10
ঋতাভরী চক্রবর্তী সোশ্য়াল মিডিয়ায় যে গুলি পোস্ট করছেন সেখানে বিয়ের ছবি থেকে শুরু করে তাঁদের ছোটবেলার ছবিও রয়েছে।
4/10
সবকটি ছবিতেই বেশ খোশমেজাজে ধরা দিয়েছে ঋতাভরী ও চিত্রাঙ্গদা। যা ইতিমধ্য়েই বেশ পছন্দ করেছে অনুরাগীরা।
5/10
গত জুন মাসে নিজের জন্মদিনও জমিয়ে সেলিব্রেট করেছিলেন ঋতাভরী।
6/10
বিদেশে ফ্রুট কেক, মোমবাতি সহকারে বন্ধুদের নিয়ে নিজের জন্মদিন পালন করেছিলেন অভিনেত্রী।
7/10
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা দিবস উদযাপনের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন ঋতাভরী।
8/10
ক্য়াপশানে তিনি লিখেছিলেন,'আমার কাছে স্বাধীনতা বলতে, আমার ছোটদের জন্য আরও সুন্দর, আরও ভাল একটা পৃথিবী গড়ে তোলা। আমার শিশুদের সঙ্গে, আমার শিশুদের জন্য আরও ভাল একটা পৃথিবী গড়ে তোলাই আমার কাছে স্বাধীনতা। 'দ্য আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ'-এ স্বাধীনতা দিবস উদযাপন।'
9/10
সদ্য একটি ওয়েব সিরিজের শ্যুটিং শেষ করেছেন ঋতাভরী। সায়ন্তনী পূততুন্ডর উপন্যাস নিয়ে এই ওয়েব সিরিজ তৈরি হয়েছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায়। এই ওয়েব সিরিজে এক অন্তঃসত্তা নারীর ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে।
10/10
আপতত সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ঋতাভরীর পোস্ট।
Published at : 18 Aug 2023 10:13 PM (IST)