Ritabhari on Christmas: খুশির উপহার, খাওয়া-দাওয়া, ঋতাভরীর অন্য ক্রিসমাস
দুর্গাপুজো হোক বা দোল, শিশুদিবস, ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-র জীবনের কোনও খুশির মুহূর্তই এদের বাদ দিয়ে কাটে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর তাই, প্রত্যেক বছরের মতো, ক্রিসমাসের আগে 'আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ'-এর খুদেদের জন্য সান্টাক্লজ ঋতাভরী। উপহারে, আদরে ক্রিসমাসের আগেই 'সান্টা এল ঘরে'।
সোশ্যাল মিডিয়ায় সদ্য একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন ঋতাভরী। সাদা কালো পোশাক, খোলা চুল, অভিনেত্রী নজরকাড়া।
খুদেদের হাতে তুলে দিলেন উপহার। সারাদিন উৎসবে, আনন্দে খাওয়া দাওয়ায় জমজমাট। অভিনেত্রীর এই ছবি দেখে তাঁর এই উদ্যোগের প্রশংসাও করেছেন অনুরাগীরা।
এর আগে শিশুদিবসেও স্কুলে উৎসবের আয়োজন করেছিলেন ঋতাভরী। সেইদিন সেখানে অভিনেত্রীর মা শতরূপারও জন্মদিন উদযাপন করা হয়েছিল
আরও একটি মজার জিনিসের আয়োজন করেছিলেন ঋতাভরী। ছোটবেলায় ট্যাটুর ওপর আকর্ষণ ছিল আমাদের সবার। কিন্তু ত্বকের পক্ষে এই ট্যাটু ক্ষতিকারকও হতে পারে
ঋতাভরী তাই ব্যবস্থা করেছিলেন হাতে আঁকা ট্যাটুর। সেই দিনের আয়োজনে হাজির ছিলেন ট্যাটু আঁকার শিল্পীরা
তাঁরা ত্বকের পক্ষে ক্ষতিকারক নয় এমন রঙ দিলে ট্যাটু এঁকে দেন খুদেদের হাতে।
গোলাপি হৃদয়ের চিহ্নের ট্যাটু আঁকেন ঋতাভরীও। খুদেরা তাদের হাতে রঙিন ট্যাটু পেয়ে খুব খুশি।
ক্রিসমাসের আগেই খুদেদের চোখে যেন তাঁদের ঘরে এল খুশির সান্তা, তিনি ঋতাভরী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -