Ritabhari on Christmas: পরিবার থেকে শুরু করে খুদেরা, ঋতাভরীর ক্রিসমাস কেমন কাটল?
তিনি সবসময়েই সবার থেকে আলাদা... যে কোনও উৎসবেই নিয়ম করে পালন করেন তাঁর এই দায়িত্ব। তবে সেটা কেবল দায়িত্ববোধ থেকে নয়, ভালবাসা থেকেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর সেই টান এতটাই যে দীর্ঘদিন এই খুদেদের সঙ্গে দেখা না হলেই মনখারাপ হয়ে যায় এই নায়িকার। ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।
আর তাঁর সেই দায়িত্ব? সেই খবরও সবারই ইতিমধ্যেই জানা। ঋতাভরী ও তাঁর মা শতরূপা সান্যাল দায়িত্ব নিয়ে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য এই স্কুল চালান।
এই খবর ঋতাভরীর অনুরাগীরা মোটামোটি সবাই জানেন। 'দ্য আইডিয়াল স্কুল অফ ডেফ' (The Ideal School of Deaf) -এর শিশুদেরও খুব প্রিয় মানুষ ঋতাভরী। কেন?
কারণ কেবল স্কুলের দায়িত্ব নেওয়া নয়, ঋতাভরী অঙ্গাঙ্গিভাবে জড়িত এই স্কুলের প্রত্যেকটা শিশুদের সঙ্গে। দুর্গাপুজো হোক বা ক্রিসমাস, জন্মদিন হোক বা শিশুদিবস... ঋতাভরীর প্রত্যেক আনন্দ উৎসবের যেন শুরুই হয় এই খুদেদের হাত ধরেই। ঋতাভরী প্রত্যেক উৎসবেই হাজির হয়ে যান স্কুলের এই ছোটদের কাছে।
শুধু তিনি একা নন.. সঙ্গে নিয়ে যান প্রচুর উপহার ও খাবার। স্কুলে যেন সেদিন আনন্দের মেলা বসে। আক্ষরিক অর্থেই। স্কুলের মাঠে বাচ্চাদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন জয় রাইডস থেকে শুরু করে বিভিন্ন খাবার ও ছোটবেলার স্মৃতিতে ভরা একগুচ্ছ মজার জিনিসে। এই ক্রিসমাসেও অন্যথা হল না সেটা।
ক্রিসমাসের আগেই 'দ্য আইডিয়াল স্কুল অফ ডেফ' (The Ideal School of Deaf) -এ পৌঁছে গিয়েছিলেন ঋতাভরী। সঙ্গে ছিলেন মা শতরূপাও।
এদিন স্কুলের মাঠে আয়োজন করা হয়েছিল বিভিন্ন জয়রাইডসের। হাজির ছিল খোদ সান্তাক্লজও। সবার সঙ্গে আনন্দে মেতে উঠলেন ঋতাভরী। সান্তাক্লজের সঙ্গেও মজলেন নাচের তালে।
ছোটদের সঙ্গে মজলেন সেলফিতে। কাটলেন 'মেরি ক্রিসমাস' লেখা কেকও। সব বাচ্চাদের মাথায় লাল-সাদা টুপি, মুখে ঝলমলে হাসি.. সব মিলিয়ে স্কুল জোড়া যে এক আনন্দ উৎসবের আয়োজন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করে নিয়েছেন ঋতাভরী চক্রবর্তী।
ক্রিসমাস ইভ অবশ্য বাড়িতেই কাটিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই ভিডিও। একটি আকর্ষণীয় লাল গাউনে সেজেছিলেন ঋতাভরী, ক্রিসমাস ট্রির সঙ্গে একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -