Rituparna Sengupta: এবার চৈতির পরিচালনায় নতুন ছবিতে ঋতুপর্ণা, বলছেন 'নেভার মাইন্ড'
এবার পরিচালকের আসনে চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)। তাঁর পরিচালনায় এবার অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও অমর্ত্য রায় (Amartya Ray)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআসছে নতুন ছবি 'নেভার মাইন্ড' (Never Mind)। এই ছবির পরিচালনায় দায়িত্বে রয়েছেন, এমএস প্রোডাকশন ৭৪ (MS Productions 74) ও ঋতুপর্ণা সেনগুপ্ত।
অমর্ত্য চৈতির পুত্র, এই কথা অজানা নয় কারও। তবে এটিই অমর্ত্যর প্রথম ছবি নয়। বড়পর্দায় এর আগেও কাজ করেছেন অমর্ত্য। তবে এবার মায়ের পরিচালনায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমর্ত্যকে।
আর মা-ছেলের এই কাজের দোসর ঋতুপর্ণা। এই ছবির গল্প এক নারীকে ঘিরে, যে তাঁর অতীতের একটি বিষয় খুঁজতে খুঁজতে হাজির হয় একটি বার বা পানশালায়। আর সেখানেই তাঁর দেখা হয় একজন অল্পবয়সী সঙ্গীতশিল্পীর সঙ্গে। সে বারে গান গায়।
এই ছবিতে কলকাতার কিছু মানুষদের গল্প তুলে ধরা হবে, যাদের পেশা আলাদা, জীবনের দিকগুলো আলাদা। তাঁদের নিয়েই এই গল্প 'নেভার মাইন্ড'।
এই ছবিতে পার্ক স্ট্রিটের জীবনযাত্রা, ধরণ, তুলে ধরা হবে সব কিছুই। গল্পের শেষ হবে একটি মানবিক বার্তা দিয়ে। এই ছবির গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্য লিখেছেন সম্রাট ও মিতালি ঘোষাল রুদ্র। ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে দেখা যাবে গোপী ভগতকে। ছবির আবহসঙ্গীত ও গানের দায়িত্ব রয়েছে রূপম ইসলাম (Rupam Islam)-এর কাঁধে।
চিত্রনাট্য লিখেছেন সম্রাট ও মিতালি ঘোষাল রুদ্র। ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে দেখা যাবে গোপী ভগতকে। ছবির আবহসঙ্গীত ও গানের দায়িত্ব রয়েছে রূপম ইসলাম (Rupam Islam)-এর কাঁধে।
অন্যদিকে, সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে নতুন ছবি 'ম্যাডাম সেনগুপ্ত'। এই ছবিতে একজন কার্টুনিস্টের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। কাজের সূত্রে কলকাতা আসেন তিনি। কিন্তু সেখানে এসে, রহস্যজনকভাবে হারিয়ে যান তাঁর স্বামী। তাঁকে খুঁজে পাওয়ার জন্য যে যে পথ পেরতে হয় ম্যাডাম সেনগুপ্তকে, তাতেই বদলে যায় তাঁর জীবন। ঠিক কী কী ঘটনা ঘটবে 'ম্যাডাম সেনগুপ্ত'-র জীবনে? সেই উত্তর মিলবে পর্দায়।
এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee), দেবপ্রিয় মুখোপাধ্যায় (Debapriyo Mukherjee), সুহোত্র মুখোপাধ্যায় (Suhatra Mukherjee), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), শান্তিলাল মুখোপাধ্যায় (Santilal Mukherjee), অম্বরীশ ভট্টচার্য্য (Ambarish Bhattacharya), সুপ্রিয় দত্ত (Supriyo Dutta) ও অন্যান্যরা।
খুব তাড়াতাড়ি শুরু হবে এই ছবির কাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -