Akorik: মুক্তি পেল ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি 'আকরিক'-এর ট্রেলার
Akorik: আকরিক-এর ট্রেলার লঞ্চে চাঁদের হাট।
মুক্তি পেল ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি 'আকরিক'-এর ট্রেলার
1/10
এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত 'আকরিক' ছবিটি।
2/10
আর এবার প্রকাশ্য়ে এল ছবির ট্রেলার।
3/10
এই ট্রেলার লঞ্চেই বসেছিল চাঁদের হাট।
4/10
এই অনুষ্ঠানের মধ্য়মণি ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
5/10
লাল গাউনে এদিন দেখা মিলল অভিনেত্রীর।
6/10
ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও এই ছবিতে রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
7/10
আছেন অনুরাধা রায়, অঙ্গনা বসু, সুদেষ্ণা চক্রবর্তী, সুপ্রতীম রায়, জয়শ্রী অধিকারী, অনিন্দ্য সরকারের মত শিল্পীরাও।
8/10
'আকরিক' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তথাগত ভট্টাচার্য।
9/10
এই ছবি এক ৭৫ বছরের বৃদ্ধ ও ১০ বছরের ছেলের সম্পর্কের।
10/10
দর্শকের এই ছবি কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।
Published at : 24 Mar 2023 09:30 PM (IST)