Rohit Shetty Birthday: জন্মদিনে ফিরে দেখা তারকা পরিচালক রোহিত শেট্টির জনপ্রিয় সিনেমাগুলি
বলিউডের অ্যাকশন কমেডি ঘরানার ছবিতে এখন একচেটিয়া যে পরিচালকের রাজত্ব তিনি রোহিত শেট্টি। আজ তাঁর জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোহিত শেট্টি একাধারে একজন পরিচালক, প্রযোজক ও টেলিভিশন সঞ্চালনার কাজ করেছেন। গোলমাল ও একাধিক পুলিশ সংক্রান্ত ছবির ফ্রাঞ্চাইজির জন্য খ্যাত তিনি।
মাত্র ১৭ বছর বয়সে একজন সহ-পরিচালক হিসাবে কর্মজীবনে পদার্পণ। প্রথম তিনি অজয় দেবগণের 'ফুল অউর কাঁটে' ছবিতে সহ পরিচালনার কাজ করেন।
২০০৩ সালে প্রথম নিজের পূর্ণ ছবি পরিচালনা করেন রোহিত শেট্টি। প্রথম ছবির নাম 'জমীন'। ২০০৬ সালে মুক্তি পায় 'গোলমাল: ফান আনলিমিটেড'।
'গোলমাল' ফ্রাঞ্চাইজির একের পর এক ছবি মুক্তি পায় এরপর। ২০০৮ সালে 'গোলমাল রিটার্নস', ২০১০ সালে 'গোলমাল ৩', ২০১৭ সালে 'গোলমাল এগেন।
২০১১ সালে মুক্তি প্রাপ্ত 'সিঙ্ঘম', ২০১২ সালে 'বোল বচ্চন' তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়।
২০১৩ সালে মুক্তি পায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'চেন্নাই এক্সপ্রেস'।
২০১৪ সালে মুক্তি পায় 'সিঙ্ঘম' সিরিজের দ্বিতীয় ছবি 'সিঙ্ঘম রিটার্নস'। এই ছবির প্রযোজকও তিনি।
২০১৫ সালে তিনি ফের জুটি বাঁধেন কিং খানের সঙ্গে। এই ছবিতে দর্শক আরও একবার বড়পর্দায় শাহরুখ ও কাজলকে একসঙ্গে দেখতে পান।
সম্প্রতি রোহিত শেট্টির বিখ্যাত 'কপ সিরিজ'-এর আরও দুটি ছবি মুক্তি পায়, 'সিম্বা' ও 'সূর্যবংশী'। দুটি ছবিই বেশ সাড়া ফেলেছিল দর্শক মহলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -