Rohit Shetty Birthday: জন্মদিনে ফিরে দেখা তারকা পরিচালক রোহিত শেট্টির জনপ্রিয় সিনেমাগুলি

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

1/10
বলিউডের অ্যাকশন কমেডি ঘরানার ছবিতে এখন একচেটিয়া যে পরিচালকের রাজত্ব তিনি রোহিত শেট্টি। আজ তাঁর জন্মদিন।
2/10
রোহিত শেট্টি একাধারে একজন পরিচালক, প্রযোজক ও টেলিভিশন সঞ্চালনার কাজ করেছেন। গোলমাল ও একাধিক পুলিশ সংক্রান্ত ছবির ফ্রাঞ্চাইজির জন্য খ্যাত তিনি।
3/10
মাত্র ১৭ বছর বয়সে একজন সহ-পরিচালক হিসাবে কর্মজীবনে পদার্পণ। প্রথম তিনি অজয় দেবগণের 'ফুল অউর কাঁটে' ছবিতে সহ পরিচালনার কাজ করেন।
4/10
২০০৩ সালে প্রথম নিজের পূর্ণ ছবি পরিচালনা করেন রোহিত শেট্টি। প্রথম ছবির নাম 'জমীন'। ২০০৬ সালে মুক্তি পায় 'গোলমাল: ফান আনলিমিটেড'।
5/10
'গোলমাল' ফ্রাঞ্চাইজির একের পর এক ছবি মুক্তি পায় এরপর। ২০০৮ সালে 'গোলমাল রিটার্নস', ২০১০ সালে 'গোলমাল ৩', ২০১৭ সালে 'গোলমাল এগেন।
6/10
২০১১ সালে মুক্তি প্রাপ্ত 'সিঙ্ঘম', ২০১২ সালে 'বোল বচ্চন' তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়।
7/10
২০১৩ সালে মুক্তি পায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'চেন্নাই এক্সপ্রেস'।
8/10
২০১৪ সালে মুক্তি পায় 'সিঙ্ঘম' সিরিজের দ্বিতীয় ছবি 'সিঙ্ঘম রিটার্নস'। এই ছবির প্রযোজকও তিনি।
9/10
২০১৫ সালে তিনি ফের জুটি বাঁধেন কিং খানের সঙ্গে। এই ছবিতে দর্শক আরও একবার বড়পর্দায় শাহরুখ ও কাজলকে একসঙ্গে দেখতে পান।
10/10
সম্প্রতি রোহিত শেট্টির বিখ্যাত 'কপ সিরিজ'-এর আরও দুটি ছবি মুক্তি পায়, 'সিম্বা' ও 'সূর্যবংশী'। দুটি ছবিই বেশ সাড়া ফেলেছিল দর্শক মহলে।
Sponsored Links by Taboola