RRR Trailer: 'আর আর আর' ছবির ট্রেলার লঞ্চে তারকার সমাহার
মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 'আর আর আর'-এর ট্রেলার। লঞ্চ অনুষ্ঠানে ক্যামেরাবন্দি ছবির গোটা টিম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএস এস রাজামৌলি পরিচালিত এই ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণ, আলিয়া ভট্ট, জুনিয়র এনটিআর, রাম চরণ প্রমুখকে।
করোনা অতিমারীর বাধা কাটিয়ে এই প্রথমবার বলিউড ও দক্ষিণের ইন্ডাস্ট্রি একসঙ্গে কোনও কাজ করতে চলেছে।
'আর আর আর' ছবির টিমের তরফে আগেই জানানো হয়েছিল যে ছবির ট্রেলার লঞ্চে একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে।
টুকটুকে লাল শাড়িতে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট।
কালো ফুল হাতা শার্টে ছিলেন 'সিঙ্ঘম' অজয় দেবগণ।
সকলের সঙ্গে দর্শকাসনে বসে ট্রেলার দেখেন ছবির কলাকুশলীরা।
ট্রেলার প্রকাশের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত হয়ে পড়েন সকলে।
পরিচালক এস এস রাজামৌলি ও অভিনেতা জুনিয়র এনটিআর 'আর আর আর' লেখা শার্ট পরেছিলেন।
বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -