Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Rudrajit Promita: অষ্টমী, দশমীতে লাল শাড়ি, পরিবারের সঙ্গে কবজি ডুবিয়ে খাওয়া, রুদ্রজিৎ-প্রমিতার পুজো পরিকল্পনা
করোনা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, গত বছরের পুজোটা মনের মতো কাটেনি তাঁদের। তাই এইবছর এক মাস আগে থেকেই পুজোর পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন তাঁরা। পছন্দমতো শপিং, ঘোরার পরিকল্পনা থেকে শুরু করে অষ্টমীর মেনু সবকিছুর পরিকল্পনাই পাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটলি টাউনের অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা। প্রমিতা আর রুদ্রজিৎ (Rudrajit Mukherjee)। পুজোর আগে এবিপি লাইভের সঙ্গে পুজোর খুঁটিনাটি ভাগ করে নিলেন প্রমিতা চক্রবর্তী (Promita Chakraborty) ।
চিরকালই পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসেন প্রমিতা। আইনি বিয়ের পরেও তাঁর এই স্বভাব বদলায়নি। অভিনেত্রী বলছেন, 'পুজোর শপিং প্রায় শেষ। পুজোর ফটোশ্যুটও সেরে ফেলেছি কিছুটা। আর পরিবারের সবাইকে নিয়ে সময় কাটাব। বাবা-মাকে নিয়ে ঘুরতে বেরব, বাড়িতেও পুজো স্পেশাল রান্নার ব্যবস্থা থাকবে ।'
পুজোর সাজ নিয়ে কী পরিকল্পনা প্রমিতার ? হাসতে হাসতে প্রমিতা বললেন, 'রুদ্রজিৎ (রুদ্রজিৎ মুখোপাধ্যায়) সাধারণ জামাকাপড় পরতে ভালোবাসে, মানে জিন্স, টি-শার্ট । কিন্তু পুজোর কয়েকটা দিন ওকে শর্ত দেওয়া আছে । পাঞ্জাবি ছাড়া আর অন্য কিচ্ছু পরা যাবে না । আমিও শাড়ি পরব । আর হ্যাঁ, রঙ মিলিয়ে । '
প্রমিতা আরও বলছেন, 'অষ্টমীর দিন লাল শাড়ি আর পাঞ্জাবি পরব । লাল ছাড়া অষ্টমী হয় না । দশমীতেও লালই পরব । আর রুদ্রজিতের জন্য একটা কমলা পাঞ্জাবি পছন্দ করেছিলাম আমি । সঙ্গে সঙ্গে রুদ্রজিৎও আমার জন্য একটা কমলা শাড়ি পছন্দ করল । পুজোর একদিন একসঙ্গে পরব ওই পোশাকটা । পুজোয় রঙমিলান্তি না হলে কি ভালো লাগে ?'
মাত্র ১ বছর হল বাবাকে হারিয়েছেন রুদ্রজিৎ, গতবছরের পুজো তাই কেটেছে ব্যস্ততায়। এইবছর বাবার স্মৃতি নিয়েই ফের খুশি থাকার পরিকল্পনা সাজালেন রুদ্রজিৎ-প্রমিতা।
বাড়ি পুরুলিয়াতে, কোনোদিন কলকাতার দুর্গাপুজো দেখা হয়নি মায়ের। এই প্রথমবার মা কলকাতায় দুর্গাপুজো দেখবেন, আর তাই এইবারের পুজোটা যেন একটু বেশিই বিশেষ অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajit Mukherjee) -র। আর মায়ের সঙ্গে সেই পুজো ভ্রমণে অবশ্যই রুদ্রজিতের সঙ্গী হবেন প্রমিতা চক্রবর্তী (Promita Chakraborty)।
গতবছর পুজোয় তেমন পরিকল্পনা করতে পারেননি। এবিপি লাইভকে রুদ্রজিৎ বলছেন, 'গতবছর মা মামার বাড়ি ছিলেন পুজোর সময়। কিন্তু তার আগেও মা কখনও কলকাতার পুজো দেখেননি। এইবছর প্রথম মা কলকাতায় থাকবেন। আমি আর প্রমিতা প্রথম মাকে কলকাতার পুজো ঘুরিয়ে দেখাব। এটা নিয়ে আমি আর প্রমিতা ভীষণ উৎসাহী।'
পুজো মানেই খাওয়া দাওয়া। পুজোয় পেটপুজোর পরিকল্পনা কী কী রয়েছে? হাসতে হাসতে রুদ্রজিৎ বলছেন, 'প্রতিবছরই অষ্টমীর দিন বাড়িতে খাওয়ার আয়োজন হয়। ওই দিনটা আমরা বাইরে খাওয়া পছন্দ করি না। এই বছরও বাড়িতে খাওয়ার আয়োজন থাকবে। লুচি.. সুজি.. আলুরদম.. মিষ্টি.. তাই এখন থেকেই ডায়েটে কড়াকড়ি। মিষ্টি বা পিৎজা খাওয়ার আগে মনে হচ্ছে, পুজোর সময়ের জন্য তোলা থাক। পুজোর সময় কবজি ডুবিয়ে খাব।'
জোর সময় আগের মতো আর বেরনো হয় না। রুদ্রজিৎ বলছেন, '১০ বছর আগের মতো সত্যিই এখন আর পুজোয় ঘুরতে পারি না। তবে এইবছর পুজোয় মায়ের সঙ্গে একটু ঘুরব, প্রমিতার সঙ্গেও বেরনোর ইচ্ছা রয়েছে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -