Roger Federer: ২৪ বছর, ২০টি গ্র্যান্ডস্লাম, অবসর বেলায় ফিরে দেখা রজারের বর্ণময় কেরিয়ার
টেনিসকে বিদায় জানালেন রজার ফেডেরার। ২৪ বছরের আন্তর্জাতিক টেনিস কেরিয়ারকে অবশেষে আলবিদা সুইস সম্রাটের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের সোশাল মিডিয়ায় এক বিবৃতির মাধ্যমে অবসরের কথা জানিয়েছেন ফেডেরার। তিনি লিখেছেন, ''শেষ ২৪ বছর যেন ২৪ ঘণ্টার মত।''
২০টি গ্র্যান্ডস্লামের ম্যাচ ফেডেরার গত ২৪ বছরের মোট ১৫০০টিরও বেশি ম্যাচ খেলেছেন।
আসন্ন লেভার কাপেই শেষ বার রজারকে কোর্টে দেখা যাবে। চলতি বছর কোনও গ্র্যান্ডস্লামেই অংশ নেননি ফেডেক্স।
১৯৯৮ সাল থেকে পেশাদার টেনিস খেলে আসছেন ফেডেরার। ২০০৩ সালে প্রথমবার গ্র্যান্ডস্লাম জেতেন তিনি।
নিজের কেরিয়ারে ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, একটি ফরাসি ওপেন, ৮টি উইম্বলডন ও ৫টি ইউএস ওপেন জিতেছিলেন এই টেনিস কিংবদন্তি।
মাথায় সাদা ফেট্টি বেঁধে কোর্টে যখনই নামতেন তিনি গ্যালারি থেকে দর্শকদের উন্মাদনা তাঁকে নিয়ে ছিল চোখে পড়ার মত।
কিছুদিন আগেই সেরেনা উইলিয়ামস টেনিসকে বিদায় জানিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন রজার ফেডেরারও।
চোট-আঘাত গত কয়েক মরসুম জুড়ে বারবার ব্যাঘাত ঘটাচ্ছিল। গত বছর উইম্বলডনের পর আর কোর্টে দেখা যাচ্ছিল না তাঁকে।
আগামী সপ্তাহে লেভার কাপ শুরু হবে। রজার জানিয়েছেন এরপরও টেনিস খেললেও কখনও কােনও গ্র্যান্ডস্লামে আর নামবেন না তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -