Rudra Promita Photos: সেটেই আইবুড়োভাত, 'জীবনসাথী' হওয়ার পথে আরও এক পা
সামনেই বাগদান, প্রস্তুতি তুঙ্গে টলি পাড়ার জনপ্রিয় জুটির। রয়েছে কর্মজীবনের ব্যস্ততাও। তারমধ্যেই আইবুড়োভাত খেলেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় ও প্রমিতা চক্রবর্তী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধারাবাহিক 'জীবনসাথী'-তে তূর্ণর চরিত্রে অভিনয় করছেন রুদ্রজিৎ। সেটের সবাই আইবুড়োভাতের আয়োজন করেছিলেন।
অন্যদিকে একটি ফটোশ্য়ুটে ব্যস্ত ছিলেন প্রমিতা। বধূবেশে সেজেছিলেন তিনি। সেখানেই আয়োজন করা হয়েছিল তাঁর আইবুড়োভাতের।
একেবারে নিয়মমাফিক আইবুড়োভাত আয়োজন করা হয়েছিল রুদ্রজিতের। তাঁকে বরণও করেন ইন্দ্রানী দত্ত।
বিয়ের কনের সাজে আইবুড়োভাত খেলেন প্রমিতা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবিও।
সামনে সাজানো ভাতের থালা, সেলফি তুললেন সবার প্রিয় 'তূর্ণ'
প্রমিতার আইবুড়োভাতের আয়োজন
রুদ্রজিতের আইবুড়োভাতের আয়োজন
এমন আন্তরিক আয়োজনে আপ্লুত রুদ্রজিৎ
নীল পাঞ্জাবিতে বেশ মানিয়েছিল তাঁকে। সকলের সঙ্গেই সেলফি তুললেন হাসিমুখে।
আগামী ১৪ তারিখ আইনি বিয়ে সারবেন প্রমিতা-রুদ্রজিৎ। পুরুলিয়ায় বসবে তাঁদের বাগদানের আসর।
সেটে বড়রা আশীর্বাদও করেন রুদ্রজিৎকে। ঠিক বাড়ির মতোই আয়োজন জীবনসাথীর সেট জুড়ে
প্রেমের সপ্তাহ চুটিয়ে উপভোগ করছেন 'রুমিতা' জুটি। হবু স্ত্রীর জন্য নিয়মিত উপহার পাঠাচ্ছেন রুদ্রজিৎ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -