Rudrajit Promita: প্রমিতার সঙ্গে একান্তে জন্মদিন পালন রুদ্রজিতের, প্রকাশ্যে ছবি
আজ তাঁর জন্মদিন। কলকাতাতেই বিশেষ দিনটি কাটানোর নিভৃত ঠিকানা খুঁজে নিয়েছেন তাঁরা। তাঁরা? হ্যাঁ, তিনি আর তাঁর প্রেমিকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোটপর্দায় রিয়েল লাইফে এই জুটি বেশ জনপ্রিয়। এখন রিয়েল লাইফ কাপেল হলেও এই জুটির প্রেম কিন্তু শুরু হয়েছিল রিল লাইফ থেকেই। তাঁরা রুদ্রজিৎ মুখোপাধ্যায় ও প্রমিতা চক্রবর্তী (Promita Chakraborty)।
আজ রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের জন্মদিন। বিশেষ দিনটা শহর থেকে একটু দূরে একটি রিসর্টে কাটাচ্ছেন তাঁরা। নীল জলের ধারে বসে কেকে ছুরি বসিয়েছেন রুদ্রজিৎ। আর তাঁর পাশে সবসময়ের সঙ্গী প্রমিতা।
নাম নয়, কেকের ওপরে প্রমিতা লিখে দিলেন, 'হাবি'। তাই তো! সামাজিক মতে বিয়ে এখনও না সারলেও আইনি মতে তাঁরা বিবাহিত। এনগেজমেন্টের এক বছর পার করেছেন 'রুমিতা' জুটি।
ছোট ছোট মুহূর্তকে ছবির ফ্রেমে বন্দি রাখতে ভালোবাসেন তাঁরা। বাদ গেল না রুদ্রজিতের জন্মদিনও। কলকাতার মধ্যেই নীল নির্জনে ছুটি কাটাচ্ছেন তাঁরা।
এবিপি লাইভের তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই রুদ্রজিৎ জানালেন, তখনও নাকি শেষ হয়নি জন্মদিন উদযাপন। তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে।
বার্থ ডে বয় জানালেন, তিনি ও প্রমিতাই শুধু রিসর্টে এসেছেন সময় কাটানোর জন্য। রঙিন পোশাকে সেজেছিলেন দুজনেই। প্রমিতার জন্য প্রতি বছরই এই বিশেষ দিনে উপহার সাজিয়ে রাখেন রুদ্রজিৎ, রাখেন কিছু চমকও। তবে রুদ্রজিতের জন্য চমক সাজিয়ে রাখতে কম যান না প্রমিতাও।
রিল লাইফ এই জুটিকে ফের রিল লাইফে দেখা যাচ্ছে একে অপরের বিপরীতে। ধারাবাহিক 'পিলু'-তে শিঞ্জিনীর ভূমিকায় অভিনয় করছেন প্রমিতা, আর তাঁর বিপরীতে রয়েছেন তাঁর রিয়েল লাইফ সঙ্গী রুদ্রজিৎ মুখোপাধ্যায়
মৈনাক ভৌমিক পরিচালিত নতুন ছবি 'মিনি'-র সৌজন্যে প্রথমবার বড়পর্দায় পা রাখছেন রুদ্রজিৎ। সোশ্যাল মিডিয়ায় 'মিনি'-র চিত্রনাট্য নিয়ে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি
সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবির ট্রেলার। নতুন ছবি নিয়ে উচ্ছসিত রুদ্রজিৎ। ছবি মুক্তির আগে প্রেমিকার সঙ্গে বিশেষ দিনটা উদযাপন করছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -