Rukmini Maitra: নীল সমুদ্রে রুক্মিণীর 'কোয়ালিটি টাইম', সঙ্গী কে?
মলদ্বীপের সমুদ্রসৈকতে অলস সময় যাপন করছেন রুক্মিণী মৈত্র। সঙ্গী? দেব? নাহ, শুধু তিনি নয়, রুক্মিণীর সঙ্গে নীল সমুদ্রসৈকতে হাজির রুক্মিণীর মাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন রুক্মিণী।
তাঁরা দুজনেই টলিউডের প্রথম সারির তারকা। শুধু তাই নয়, নায়কের মাথায় রয়েছে রাজনৈতিক গুরুদায়িত্বও।
তবে একটুকরো ছুটি পেলেই তাঁরা বেরিয়ে পরেন ছুটি কাটাতে। সব ডেস্টিনেশনের মধ্যে তাঁদের একটু বেশিই প্রিয় মলদ্বীপ।
আপাতত শহর ছেড়ে দেব (Dev) আর তাঁর 'দেবী' রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) ঠিকানা মলদ্বীপ।
মায়ের সঙ্গে নীল সমুদ্রসৈকতে ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সেই পোস্টের ক্যাপশানে রুক্মিণী লিখেছেন, 'আমার সবচেয়ে ভালো দৃশ্য দেখা হয় তোমার সঙ্গেই।'
সমুদ্রের নীল জলে ভাসমান প্রাতঃরাশ, রুক্মীণির সঙ্গে সময় কাটিয়ে খুশি মা মধুমিতা মৈত্রও।
সমুদ্রের তীরে বসে আলসে ছবি ভাগ করে নিয়েছেন রুক্মিণীও।
আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’। ছবির নায়ক-নায়িকা দেব আর রুক্মিণী।
এক প্রস্থ প্রচার সেরে বেরিয়েছেন তিনি। ছুটি থেকে ফিরেই ফের প্রচারে নামবেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -