Rukmini Maitra: সোমবার সকালে হঠাৎ দক্ষিণেশ্বরে রুক্মিণী, ১৪০টা প্রদীপ জ্বালিয়ে দিলেন পুজো
সোমবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সঙ্গে ছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন ১৪০টি প্রদীপ জ্বালান তাঁরা। পুজো দেন মায়ের মন্দিরে। কিন্তু কেন এই পুজো দেওয়ার সিদ্ধান্ত? নিছক কী ছবির প্রচার?
একেবারেই তা নয়। এর মূলে রয়েছে পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের একটি মানতের গল্প। যেটি তিনি করেছিলেন দীর্ঘদিন আগেই।
এখন নয়, ছবি শুরু হওয়ার আগেই মানত করেছিলেন পরিচালক। ছবির কাজ করতে গিয়ে যখন বিনোদিনীর জীবনকে কাছ থেকে জানতে পেরেছিলেন, বুঝেছিলেন কেন 'স্টার' থিয়েটারের নাম হওয়া উচিত বিনোদিনী থিয়েটার
সেই অপেক্ষার অবসান হয়েছে। স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার। সদ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন, স্টার থিয়েটারের নাম হবে বিনোদিনী থিয়েটার
স্বপ্ন সত্যি হয়েছে রামকমল মুখোপাধ্যায়ের। আর তাই, আজ দক্ষিণেশ্বর মন্দিরে প্রদীপ জ্বালিয়ে পুজো দিলেন তিনি।
প্রদীপের সংখ্যায় রয়েছে বিশেষত্ব। রামকমল মানত করেছিলেন, স্টার থিয়েটারের নাম বদল হতে যত বছর সময় লাগবে, অপেক্ষা করতে হবে যত বছর, ঠিক ততগুলোই প্রদীপ জ্বালালেন তিনি।
আর সেই হিসেব থেমে গিয়েছে ১৪০ -এ। রামকমল ১৪০ প্রদীপ জ্বালালেন আজ দক্ষিণেশ্বরের গঙ্গায়। সঙ্গে রইলেন পর্দার 'নটি বিনোদিনী' রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন রুক্মিণী নিজেই। সেখানে তিনি জানিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে তাঁর পুজো দেওয়ার কথা। আনন্দে উচ্ছ্বসিত রুক্মিণী।
শুধুমাত্র স্বপ্নপূরণ হয়েছে বলে নয়, আজ তিনি কালী মায়ের সঙ্গে দেখা করবেন বলে। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্যা ছিলেন বিনোদিনী। সেই কারণেই দক্ষিণেশ্বর মন্দিরকে বেছেছিলেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -