Rukmini Maitra Exclusive: ট্রোলিং এখন ট্রেন্ড, ওসব নিয়ে ভাবলে কাজ করা যাবে না: রুক্মিণী
সত্যবতী শুধু বাঙালি গৃহবধূ নন, সত্যবতী বুদ্ধিমতীও। এই বিষয়টাই প্রথম টেনেছিল রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-কে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম অফার আসে, 'বিনোদিনী'-তে অভিনয়ের সময়। তখন খুব একটা ভেবে দেখেননি রুক্মিণী। এরপরে ফের যখন বীরসা তাঁর কাছে অফার নিয়ে আসে ব্যোমকেশের সফরসঙ্গী হওয়ার, না করেননি রুক্মিণী।
রাত পোহালেই শুরু হবে ব্যোমকেশ-দূর্গরহস্যের শ্যুটিং। আর তার আগের রাতে, এবিপি লাইভের (ABP Live)-এর সঙ্গে, সত্যবতীকে অভিনেত্রীর চোখে দেখলেন রুক্মিণী।
আজ থেকে কলকাতায় শুরু হবে 'ব্যোমকেশ'-এর শ্যুটিং। তারপরে মধ্যপ্রদেশে। ওয়েব সিরিজ থেকে শুরু করে সিনেমার পর্দা, যতবার ব্যোমকেশ নিয়ে কাজ করেছেন বিভিন্ন পরিচালক, ততবারই নতুন নতুন সত্যবতীকে দেখেছেন দর্শক। কোথাও কি তুলনার ভয় থাকে?
রুক্মিণী বলছেন, 'আমি কখোনোই ভাবি না আমার অভিনয়টা অন্য কারোও মতো হয়ে যাবে। কারণ সেটা সম্ভব নয়। আমি কাউকে অনুকরণ করি না। আর বিরসা আমায় বলেছে, একেবারে নিজের মতো করেই অভিনয় করতে।'
রুক্মিণী আরও বলছেন, ''আমি কখোনোই ভাবি না আমার অভিনয়টা অন্য কারোও মতো হয়ে যাবে। কারণ সেটা সম্ভব নয়। আমি কাউকে অনুকরণ করি না। আর বিরসা আমায় বলেছে, একেবারে নিজের মতো করেই অভিনয় করতে।
আর ট্রোলিং? একটু হেসে নায়িকা বললেন, 'ট্রোলিং এখনকার ট্রেন্ড। ট্রোলিংয়ের কথা ভাবলে কাজই করা যাবে না। আমায় মা একটা কথা শিখিয়েছিলেন, 'তোমরা ট্রোলিং করো,আমি কাজ দিয়ে উত্তর দেব।' বেদবাক্যের মতো আমি এখনও সেটা মেনে চলি।'
দেব ব্যোমকেশ, রুক্মিণী সত্যবতী, পর্দায় এবার নতুন রসায়ন দেখবেন দর্শক? রুক্মিণী বললেন, 'আমি এখনও পর্যন্ত যতজন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে সবচেয়ে সিরিয়াসভাবে কাজ করেছি দেবের সঙ্গে। অন্যান্যদের সঙ্গে হাসাহাসি, খুনসুটি চললেও, দেবের সঙ্গে কাজ করার সময় ক্যামেরা বন্ধ হলেও আমরা চরিত্রের মধ্যেই থাকার চেষ্টা করি।'
রুক্মিণী বলছেন, 'আসলে আমার ভয় লাগে, দেব কখন বকবে! আমরা সেটে আসি ব্যক্তিগত সম্পর্ককে বাড়িতে রেখে। এই ছবির ক্ষেত্রে একদিনই ওয়ার্কশপ হয়েছিল, সেদিন আমি আর দেব চরিত্র নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম একটু। এই গল্পে ব্যোমকেশ আর সত্যবতী দীর্ঘদিন একসঙ্গে কাটিয়ে ফেলেছে। আর তাই ওদের মধ্যে সেই বিশ্বাস আর নির্ভরশীলতার বন্ধনটা ফুটিয়ে তোলা খুব জরুরি।'
রুক্মিণী বলছেন, 'আসলে আমার ভয় লাগে, দেব কখন বকবে! আমরা সেটে আসি ব্যক্তিগত সম্পর্ককে বাড়িতে রেখে। এই ছবির ক্ষেত্রে একদিনই ওয়ার্কশপ হয়েছিল, সেদিন আমি আর দেব চরিত্র নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম একটু। এই গল্পে ব্যোমকেশ আর সত্যবতী দীর্ঘদিন একসঙ্গে কাটিয়ে ফেলেছে। আর তাই ওদের মধ্যে সেই বিশ্বাস আর নির্ভরশীলতার বন্ধনটা ফুটিয়ে তোলা খুব জরুরি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -