Ishan Kishan: বাবার সামনে মুম্বইকে ম্য়াচ জেতালেন ঈশান, পেলেন সেরার স্বীকৃতি
প্রত্যেক ম্যাচেই তিনি ইনিংসের শুরুটা ভাল করছিলেন। কিন্তু বড় রান আসছিল না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোনও ম্যাচে ১০, তো কোনও ম্যাচে ৩২ বা ৩৮ রান করে উইকেট ছুড়ে দিয়েছেন।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (PBKS vs MI) পরপর দুই পরাজয়ের পরেও অনেকে আঙুল তুলেছিলেন ঈশান কিষাণের (Ishan Kishan) ব্যর্থতার দিকে।
বুধবারের মোহালিতে যেন নবজন্ম হল ঝাড়খণ্ডের তরুণ উইকেটকিপার ব্যাটারের।
মাথার ওপর ২১৪ রানের বোঝা। তার ওপর বিপক্ষে অর্শদীপ সিংহ, স্যাম কারানের মতো পেসার। যাঁরা আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ পরিচিত নাম।
এক কথায় অগ্নিপরীক্ষা। ঈশান জবাব দিলেন সাতটি চার ও চার ছক্কায়।
মাত্র ৪১ বলে ৭৫ রান। স্ট্রাইক রেট প্রায় ১৮৩। সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে পাঞ্জাব কিংসের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন বাঁহাতি ব্যাটার। ম্যাচের সেরাও হলেন ঈশান।
পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন ঈশানের বাবা। তাঁর সামনেই দলকে জেতালেন ঈশান।
ছাত্রের সাফল্যে গর্বিত কোচ উত্তম মজুমদার (Uttam Mazumdar)। যিনি অভিজ্ঞ স্বর্ণকারের মতো গড়ে তুলেছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ অলঙ্কার।
নয়াদিল্লি থেকে মোবাইল ফোনে উত্তম বলছিলেন, 'সামনে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে ঈশানের ফর্মে ফেরা ভীষণ জরুরি ছিল। দারুণ ইনিংস খেলেছে। দলকে ম্যাচ জিতিয়েছে। আমি খুব খুশি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -