'Durgo Rahoshyo': শ্যুটিং ফ্লোরে বিরসা দাশগুপ্তের 'ব্যোমকেশ', শুভ মহরতের একগুচ্ছ ছবি প্রকাশ্যে
পরিচালক বিরসা দাশগুপ্তের হাত ধরে এবার ব্যোমকেশ রূপে দেখা যেতে চলেছে টলিউড তারকা দেবকে। খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস এবং আলোচনা তুঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার ছবির মহরতের পরই খোলসা হয়ে যায় সত্যবতীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে রিয়েল লাইফ এই জুটিকে।
বিরসা দাশগুপ্তের পরিচালনায় তৈরি হচ্ছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' ও 'শ্যাডো ফিল্মস'-এর সম্মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি।
অন্যান্য কোনও অভিনেতা বা চরিত্র সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সত্যম ভট্টাচার্যকে।
এদিন মহরতের ছবি পোস্ট করে তিনি লেখেন, 'বিরসা দাকে অ্যাসিস্ট করা ছেড়েছি ২০১৭ সালে। তারপর এই আবার একসঙ্গে কাজ।'
ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় বিরসা জানান, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্সের প্রযোজনায় নতুন ব্যোমকেশ পরিচালনা করছেন তিনি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গ রহস্য' অবলম্বনে তৈরি হবে ছবির গল্প।
ইন্ডাস্ট্রিতে নিজের ১৭ বছর পূর্তির দিন নতুন এই খবর জানিয়েছিলেন দেব। তিনি লিখেছিলেন, '১৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললাম। অভিনেতা হিসেবে আমার নতুন কাজের কথা জানাচ্ছি। ব্যোমকেশ 'দুর্গ রহস্য'।'
প্রসঙ্গত, ২০১৭ সাল পর্যন্ত বিরসা দাশগুপ্তের সহ-পরিচালক ছিলেন সত্যম। এই প্রথম বিরসার পরিচালনায় অভিনয় করবেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -