'Durgo Rahoshyo': শ্যুটিং ফ্লোরে বিরসা দাশগুপ্তের 'ব্যোমকেশ', শুভ মহরতের একগুচ্ছ ছবি প্রকাশ্যে
Dev and Rukmini: ফের একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব ও রুক্মিণী। এবার বাঙালির অন্যতম প্রিয় জুটির চরিত্রে দেখা যাবে তাঁদের, ব্যোমকেশ ও সত্যবতী।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/8
পরিচালক বিরসা দাশগুপ্তের হাত ধরে এবার ব্যোমকেশ রূপে দেখা যেতে চলেছে টলিউড তারকা দেবকে। খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস এবং আলোচনা তুঙ্গে।
2/8
বুধবার ছবির মহরতের পরই খোলসা হয়ে যায় সত্যবতীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে রিয়েল লাইফ এই জুটিকে।
3/8
বিরসা দাশগুপ্তের পরিচালনায় তৈরি হচ্ছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' ও 'শ্যাডো ফিল্মস'-এর সম্মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি।
4/8
অন্যান্য কোনও অভিনেতা বা চরিত্র সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সত্যম ভট্টাচার্যকে।
5/8
এদিন মহরতের ছবি পোস্ট করে তিনি লেখেন, 'বিরসা দাকে অ্যাসিস্ট করা ছেড়েছি ২০১৭ সালে। তারপর এই আবার একসঙ্গে কাজ।'
6/8
ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় বিরসা জানান, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্সের প্রযোজনায় নতুন ব্যোমকেশ পরিচালনা করছেন তিনি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গ রহস্য' অবলম্বনে তৈরি হবে ছবির গল্প।
7/8
ইন্ডাস্ট্রিতে নিজের ১৭ বছর পূর্তির দিন নতুন এই খবর জানিয়েছিলেন দেব। তিনি লিখেছিলেন, '১৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললাম। অভিনেতা হিসেবে আমার নতুন কাজের কথা জানাচ্ছি। ব্যোমকেশ 'দুর্গ রহস্য'।'
8/8
প্রসঙ্গত, ২০১৭ সাল পর্যন্ত বিরসা দাশগুপ্তের সহ-পরিচালক ছিলেন সত্যম। এই প্রথম বিরসার পরিচালনায় অভিনয় করবেন তিনি।
Published at : 04 May 2023 04:19 PM (IST)