ফের খবরের শিরোনামে সারা তেন্ডুলকর, কেন জানেন?
সম্প্রতি খবরের শিরোনামে চলে এসেছেন সচিন তেন্ডুলকর কন্যা সারা। গোটা ঘটনার সূত্রপাত ভাই অর্জুনের সদ্য হওয়া আইপিএল নিলামে নাম ওঠা থেকে। অর্জুনকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে কিনে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এরপরই, সোশ্যাল মিডিয়ার টার্গেট হন সচিন-পুত্র। শুধু তাই নয় নেপোটিজম-এর অভিযোগও ওঠে অর্জুনের বিরুদ্ধে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅর্জুনের সমর্থনে ময়দানে নেমে পড়েন সারা। সোশ্যাল পোস্টের মাধ্য়মে সারা নিজের ভাইয়ের হয়ে জোরালো সওয়াল করেন।
\ওই পোস্টে সারা লেখেন, কেউ তোমার থেকে এই কৃতিত্ব ছিনিয়ে নিতে পারবে না। এটা একমাত্র এবং শুধুমাত্র তোমার।
২৩ বছরের সারা বর্তমানে লন্ডনে পড়াশোনা করেন। ভাই-বোনের সম্পর্ক অত্যন্ত মধুর এবং বোঝাপড়াও মজবুত।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সারা। প্রায়ই তিনি নিজের ও পরিবারের ছবি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন।
সারার ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা ১২ লক্ষের বেশি।
সারার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচুর ছবি রয়েছে। সেখানে তাঁকে বিভিন্ন স্টাইলে দেখা গিয়েছে।
সারার ছবি দেখে একটা আন্দাজ মিলবে। তা হলে, সারা ভ্রমণবিলাসী। এরসঙ্গে তাঁর ফ্যাশন সম্পর্কেও দারুন একটা জ্ঞান রয়েছে।
এখনও এটা স্পষ্ট নয়, যে সারা পড়াশোনা শেষ করে কোন কেরিয়ার পথ বেছে নেবেন।
তবে, একটা বিষয় পরিষ্কার। তা হল, নিজের সৌন্দর্য দিয়ে সারা যে কোনও বলিউডের সুন্দরীকে জোর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দিতেই পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -