Saif Ali Khan Birthday: 'ওমকারা' থেকে 'লভ আজ কাল', সেফ আলি খানের জনপ্রিয় ১০ সিনেমা
১৯৭০ সালের ১৬ অগাস্ট জন্মগ্রহণ করেন সেফ আলি খান। দীর্ঘ কয়েক দশক ধরে মাতিয়ে রেখেছেন বলিউড। পটৌডি পরিবারের ছেলে সেফ আলি খানের আজ ৫২ বছর পূর্তি। এক ঝলকে তাঁর সেরা কিছু ছবির নাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইয়ে দিললগি: ১৯৯৪ সালে মুক্তি পায় এই ছবি। নরেশ মলহোত্র পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন সেফ, কাজল, অক্ষয় কুমার।
কল হো না হো: ২০০৩ সালে মুক্তি পায় রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবি। সেফের সঙ্গে শাহরুখ ও প্রীতি জিন্টা অভিনয় করেন।
লভ আজ কাল: ২০০৯ সালের ইমতিয়াজ আলির ছবি। দীপিকা পাড়ুকোনের সঙ্গে এই ছবি দুর্দান্ত ব্যবসা করে।
ম্যায় খিলাড়ি তু আনাড়ি: ১৯৯৪ সালের ছবি। সমীর মলকান পরিচালিত ছবিতে সেফের সঙ্গে অক্ষয় কুমার, শিল্পা শেট্টি অভিনয় করেন।
পরিণীতা: ২০০৫ সালে মুক্তি পায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্য়াস অবলম্বনে ছবিটি। সেফের সঙ্গে ছিলেন বিদ্যা বালান।
ককটেল: ২০১২ সালে ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে এই ছবি মুক্তি পায়। দীপিকা পাড়ুকোন, ডায়না পেন্টি ছিলেন।
হম তুম: ২০০৪ সালে মুক্তি পায় 'হম তুম'। কুণাল কোহলির এই ছবিতে রানি মুখোপাধ্যায় অভিনয় করেন।
ওমকারা: শেক্সপিয়রের জনপ্রিয় নাটক 'ওথেলো' অবলম্বনে তৈরি রাজনৈতিক ড্রামা ঘরানার ছবি। মুক্তি ২০০৬ সালে।
লাল কপ্তান: ২০১৯ সালে মুক্তি পায় এই ছবি। অষ্টাদশ শতাব্দীর প্রেক্ষাপটে তৈরি এক নাগা সাধুর ওপর তৈরি গল্প।
দিল চাহতা হ্যায়: ২০০১ সালে মুক্তি পায় তিন বন্ধুর ছবি। ফারহান আখতার পরিচালিত এই ছবিতে ছিলেন আমির খান, অক্ষয় খান্না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -