Saif Ali Khan: ক্রিকেটপ্রেমী হলেও, কেন বাবা, দাদুর মতো ক্রিকেটকে পেশা হিসাবে বেছে নেননি সেফ আলি খান?

আজই লীলাবতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সেফ আলি খান। নিজের বাড়িতেই আক্রান্ত হওয়ার পর থেকেই খবরের শিরোনামে তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
লীলাবতি হাসপাতালে অস্ত্রোপ্রচার করে তাঁর শরীরে গেঁথে থাকা ভাঙা ছুরি বের করা হয়েছে। বর্তমানে যা খবর, তাতে তিনি দ্রুতই সুস্থ হওয়ার পথে এগিয়ে চলেছেন।

বলিউডের প্রথম সারির অভিনেতার বাড়িতে এ হেন আক্রমণে বিস্মিত সকলেই। তবে সেফ অভিনেতা নন, সেফ কিন্তু ক্রিকেটারও হতে পারতেন। শুধু একটা কারণেই পেশা হিসাবে তিনি ক্রিকেটকে বাছেননি।
পতৌদির নবাব পরিবারের সন্তান সেফের পরিবারের সঙ্গে ক্রিকেটটা ওতপ্রোতভাবে জড়িত।
সেফের বাবা মনসুর আলি খান পতৌদি ভারতের অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বেই তো ভারত বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ় জেতে।
সেফের দাদু ইফতিকার আলি খান পতৌদিও ক্রিকেটার ছিলেন।
সেফ নিজেও ক্রিকেট পছন্দ করেন এবং ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে তাঁর দলও রয়েছে। তাও তিনি বাবার মতো ক্রিকেটার নয়, মা শর্মিলা ঠাকুরের মতো অভিনয়কে পেশা হিসাবে বেছে নেন।
ক্রিকেটকে তাঁর পেশা হিসাবে না বাছার কারণ একবার সেফ নিজেই নিজের মুখে জানিয়েছিলেন।
তিনি ক্রিকেটপ্রেমী হলেও, তাঁর মায়ের প্রভাবে ছোট থেকেই সিনেমা এবং শিল্পের বিভিন্ন ফর্ম তাঁকে বেশি টানে। সেই কারণে সেটাকেই পেশা হিসাবে বেছে নেন সেফ। ছবি-আইসিসি, পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -