Amitabh Bachchan: এবার অবসর নিন অমিতাভ বচ্চন, কেন একথা বললেন সেলিম খান?
সত্তরের দশক থেকে একুশের দশক, বলিউডের স্তম্ভ তিনি। তা সে দীর্ঘাবয়ব হোক, কিংবা কেরিয়ারের সফলতায়, জনপ্রিয়তায়। সোমবারই ৭৯ তম জন্মদিন উদযাপিত হয়েছে অমিতাভ বচ্চনের। আজও বড়পর্দা থেকে ছোটপর্দায় তিনিই সেই মধ্যমণি। তবে এবার তাঁর অবসর নেওয়া উচিত এমনটাই মনে করছেন সেলিম খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেলিম খান, সম্পর্কে তিনি বলিউডের 'ভাইজান' সলমন খানের বাবা। অমিতাভ বচ্চনের সঙ্গে প্রায় ১০টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তিনি। একটি নিউজ পোর্টালে সাক্ষাৎকারের সময় সেলিম জানিয়েছেন যে মেগাস্টারের এখন অবসর নেওয়া উচিত। প্রফেশনাল ব্যস্ততা ছেড়ে বরং এবার ইচ্ছানুযায়ী জীবনযাপন করুন বিগ-বি।
বলিউডে অনবদ্যর আরেক নাম অমিতাভ। কিন্তু এবার এই দৌড় থেকে অবসর নেওয়া উচিত তাঁর, এমনটাই মনে করছেন সলমনের বাবা। তাঁর কথায়, একজন সফল অভিনেতা জীবনে যা যা পেতে পারে অমিতাভ সেই সবই অর্জন করেছেন।
কর্মময় জীবনের সেই র্যাট রেস ছেড়ে নিজের ইচ্ছায় বাঁচা জরুরি বলে মনে করেন প্রবীণ লেখক সেলিম খান। তাঁর মতে পৃথিবীতে মানুষের বেঁচে থাকার সময়কাল সীমিত। তাই প্রফেশনাল লাইফের দৌড় থামিয়ে এবার ব্যক্তিগত জীবন উপভোগ করা উচিত অমিতাভের, এমনটাই মত তাঁর।
প্রসঙ্গত, ১৯৭৩ সালে জঞ্জির ছবিতে একসঙ্গে রকাজ করেছিলেন সেলিম খান ও অমিতাভ বচ্চন। ছবিতে অমিতাভের পাশাপাশি মুখ্য ভূমিকায় ছিলেন জয়া বচ্চন ও প্রাণ।
তাঁদের আরেকটি উল্লেখযোগ্য ছবি 'শোলে'। যা ভারতীয় ছবির অন্যতম মাইলস্টোন। এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন সেলিম খান ও জাভেদ আখতার।
এছাড়াও সেলিমের লেখা বেশ কয়েকটি সুপারহিট ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। সেলিম খানের লেখা সংলাপ অমিতাভের মুখে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -