Happy Birthday Salman Khan: বিপদ কাটিয়ে হাসিমুখে ভাইজান, জন্মদিনে ক্যামেরাবন্দি সলমন
জন্মদিনে সলমন খান। নিজের খামারবাড়ির বাইরে পোজ দিলেন মিডিয়া ও পাপারাৎজিদের উদ্দেশে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার রাতেই তাঁর খামারবাড়িতে সাপের কামড়ে আক্রান্ত হন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে।
এরপর রবিবার সকালে তাঁকে ছেড়েও দেওয়া হয়। জানা যায়, তিনি সুস্থই আছেন। অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় তাঁর আরোগ্য কামনা করতে থাকেন।
সোমবার নিজেই সাংবাদিকদের মুখোমুখি হন সলমান খান। আজ তাঁর জন্মদিন। স্বভাবতই হাজির হয় মিডিয়া।
সলমন জানান, 'আমার খামারবাড়িতে একটা সাপ ঢুকেছিল, আমি লাঠি দিয়ে সেটাকে বাইরে নিয়ে যাচ্ছিলাম। ধীরে ধীরে সেটা আমার হাতের কাছে চলে আসে। আমি তখন সাপটাকে ছেড়ে দেওয়ার জন্য ধরি, আর তখনই সাপটি আমাকে তিনবার ছোবল দেয়। বিষধর সাপ ছিল। ৬ ঘণ্টার জন্য হাসপাতালে ভর্তি করা হয় আমাকে... এখন আমি ভাল আছি।'
এদিন তাঁর খামারবাড়িতে আসতে দেখা যায় টিনসেল টাউনের একাধিক তারকাকে। ক্যামেরাবন্দি হন সলমনের ভাই অভিনেতা প্রযোজক আরবাজ খান।
সলমনের সঙ্গে এদিন দেখা করতে আসেন অপর তারকা ববি দেওল। পাপারাৎজিদের উদ্দেশে হাত নেড়ে পোজও দেন।
সলমন খানের জন্মদিনে সোশ্যাল মিডিয়া ভাসছে শুভেচ্ছাবার্তায়।
এদিন অনুরাগীদের মাঝে বসে তাঁদের উপহার হাতে ছবি তোলেন অভিনেতা।
অনুরাগীদের আবদার মিটিয়ে তাঁদের সঙ্গে একের পর এক ছবি তোলেন। আজ তাঁর ৫৬তম জন্মদিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -