Salman Khan Birthday: পার্শ্বচরিত্র থেকে নায়ক, একনজরে সলমন খানের অভিনয় সফর
আজ জন্মদিন বলিউড সুপারস্টার সলমন খানের। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক তাঁর অভিনয় সফরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেশিরভাগ মানুষই মনে করেন 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় সলমন খানের। আসলে এই ধারণা একেবারেই সঠিক নয়। বরং, প্রথম ছবিতে নায়কের ভূমিকায় কাজ করার সুযোগই পাননি সেলিম খান পুত্র। সলমন খানের প্রথম ছবি 'বিবি হো তো অ্যায়সি'। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন রেখা এবং ফারুখ শেখ। ছবিতে পার্শ্বচরিত্রে দেখা যায় বলিউডের ভাইজানকে।
সলমন খানের কেরিয়ারের দ্বিতীয় ছবি 'ম্যায়নে পেয়ার কিয়া'। ভাগ্যশ্রীর বিপরীতে এই ছবি দিয়ে নায়কের ভূমিকায় আত্মপ্রকাশ হয় অভিনেতার। ছবিটি বক্স অফিসেও ব্যাপক সাফল্য পায়।
সলমন খানের দীর্ঘ কেরিয়ারের সমস্ত ছবির মধ্যে অন্যতম 'বাগি'। পরবর্তীকালে এই ছবির রিমেক থেকে সিক্যুয়েল অনেক হয়েছে। যা দিয়ে বিখ্যাত হয়েছেন অনেক বলিউড তারকা।
আমির খানের সঙ্গে 'আন্দাজ আপনা আপনা' ছবিতে জুটি বাঁধেন সলমন খান। অত্যন্ত সফল হয় এই ছবি।
সঞ্জয়লীলা বনশালীর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সলমন খান। তার মধ্যে উল্লেখযোগ্য ছবি 'খামোশি' থেকে 'হম দিল দে চুকে সনম'। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গেও তাঁর সম্পর্ক শুরু হয় 'হম দিল দে চুকে সনম' ছবির সেট থেকেই।
বহু ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেও নজর কেড়েছেন সলমন খান। যেমন 'কুছ কুছ হোতা হ্যায়'। ছোট চরিত্র হলেও শাহরুখ খানের পাশে নজর কেড়ে নেন তিনি।
সলমন খানের ছবির তালিকা করতে বসলে ১০টিতে তা শেষ করা সম্ভব নয়। কারণ, তিনি বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করেছেন। 'দবং' ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটি ছবিই বক্স অফিসে যেমন ব্যাপক সাফল্য পায়, তেমনই দর্শকদেরও অত্যন্ত পছন্দের।
'ওয়ান্টেড' ছবির কথা না বললেই নয়। কারণ, এটি সলমন খানের কেরিয়ারের কামব্যাক ছবি। একের পর এক ছবি যখন ফ্লপ হচ্ছে, তখন 'ওয়ান্টেড' ছবিটি দিয়েই কামব্যাক করেন তিনি।
''রেডি'', 'টাইগার' ফ্র্যাঞ্চাইজি, 'তেরে নাম', 'বজরঙ্গী ভাইজান' থেকে 'নো এন্ট্রি' কিংবা 'সুলতান'। বহু ছবি দিয়ে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন সকলের প্রিয় ভাইজান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -