Salman Khan: মুসলমান হয়েও হিন্দু ধর্মের কোন নিয়ম নিষ্ঠা করে মেনে চলেন সলমন খান?

তিনি মুসলমা পরিবারেই বড় হয়ে উঠেছেন। কিন্তু তাঁর পরিবার সমস্ত ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল। সেই কারণেই কিছু বিশেষ নিয়ম মেনে চলেন সলমন খান (Salman Khan)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মুসলমান হলেও সলমনের বাড়িতে ঘটা করে গণেশ পুজো উদযাপন করা হয়। পালিত হয় অন্যান্য উৎসবও।

তবে সদ্য একটি অনুষ্ঠানে এসে সলমন খানা জানালেন, তাঁর মা হিন্দু। সেই কারণে তিনি মেনে চলে আরও একটি নিয়ম। কী সেই নিয়ম?
সলমনের বাবা সেলিম খান মুসলিম। মা সালমা খান হিন্দু। সৎ মা হেলেন খ্রিস্টান। সেই কারণে সলমন সমস্ত ধর্মের ওপরেই শ্রদ্ধাশীল।
কিন্তু যেহেতু সলমনের মা হিন্দু, সেই সম্মান রাখতে তিনি কখনও ছুঁয়েও দেখেননি গরুর মাংস। যদিও তাঁর ধর্মে গরুর মাংস ভক্ষণের কোনও বিধিনিষেধ নেই, তবুও তিনি ছুঁয়ে দেখেননি গরুর মাংস।
সলমন তাঁর মায়ের ভীষণ কাছের। সলমনের কথায়, 'গরুকে আমরা ভীষণ মানি। হিন্দু ধর্মকেও আমরা ভীষণ সম্মান করি।'
সলমনের কথায়, তাঁর পরিবার প্রকৃত অর্থেই ভারতীয়। সেই কারণেই সমস্ত ধর্মের সব আচার মেনেই চলেন তিনি। হিন্দুদের নিয়ম যেভাবে মেনে চলেন, সমান সম্মান দেখান মুসলিম ও খ্রীস্টান ধর্মের ওপরেও।
সলমন খান (Salman Khan)-এর নিরাপত্তা সদ্য বেড়েছে। বাবা সিদ্দিকির মৃত্যুর পরে, নিরাপত্তা বলয়ে রয়েছেন সলমন খান। নিরাপত্তার ঘেরাটোপেই চলছে তাঁর শ্যুটিং-এর কাজ। আপাতত 'সিকন্দর'-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
তবে কেবল মাত্র নিরাপত্তার কারণে সদ্য নয়, যখন সলমন খান অন্য জায়গাতেও যান , তখনও নাকি তিনি চিন্তিত থাকেন শিশুদের সুরক্ষা নিয়ে। তাঁর বারে বারে মনে হয়, তাঁর জন্য শিশু বা প্রবীণদের ক্ষতি হতে পারে।
সলমন খান তাঁর ছবির প্রচারে একাধিক শহরে যান। সেই সময়ে তাঁকে পাপারাৎজিদের গাড়ি ধাওয়া করা হয় বলে সলমন জানান। বিমানবন্দর থেকে ধাওয়া করা হয় তাঁর গাড়ি। আর সেই সময়ে প্রত্যেকটা গাড়িরই ভীষণ গতি থাকে। সেই সময়ে সলমনের চিন্তা হয়, তিনি যাতে কারোও অসুবিধার কারণ না হয়ে ওঠেন। রাস্তায় অনেক শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধারা চলাফেরা করেন। সলমনের মনে হয়, সেই সমস্ত শিশু ও বৃদ্ধের যেন অসুবিধা না হয়। গাড়ির গতিবেগের ফলে কারও যেন প্রাণহানি না ঘটে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -