Salman Khan in Kolkata: কলকাতায় সলমন, বিকেলেই 'দিদি'র বাড়িতে ভাইজান ?
Salman Khan in Kolkata: কলকাতায় সলমন খান। এদিন ইস্টবেঙ্গল তাঁবুতে রয়েছে তাঁর জমকালো অনুষ্ঠান।
কলকাতায় সলমন, বিকেলেই 'দিদি'র বাড়িতে ভাইজান ?
1/10
কলকাতায় সলমন খান। এদিন ইস্টবেঙ্গল তাঁবুতে রয়েছে তাঁর জমকালো অনুষ্ঠান।
2/10
সলমনের সঙ্গে এই অনুষ্ঠানে দেখতে পাওয়া যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে। থাকবেন প্রভুদেবাও।
3/10
এই অনুষ্ঠানে পৌঁছনোর আগে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা সলমনের।
4/10
ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি আগে অনেকবার শুনেছেন।
5/10
তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছে রয়েছে সলমন খানের।
6/10
রসগোল্লা, মিষ্টি দই এবং উত্তরীয় পরিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হবে, বলে জানা গিয়েছে।
7/10
উল্লেখ্য, ভারতজুড়েই দাবাং ট্যুর করছেন সলমন খান। তিনি কনসার্টের বিষয়ে নিশ্চিত করেছিলেন তিনি।
8/10
তৃণমূল নেতা কুণাল ঘোষ, গতকাল ট্যুইটে বলেন, ১৩ তারিখ অর্থাৎ আজ কলকাতায় মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা করতে যাবেন অভিনেতা সলমন খান।
9/10
অভিনেতা জানিয়েছিলেন তিনি ইস্টবেঙ্গল মাঠে ১৩ তারিখ অনুষ্ঠান করবেন। এদিন অনুষ্ঠান শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬ টায়।
10/10
স্বাভাবিকভাবেই একের পর এক নাচের গান ও মনোরঞ্জক অনুষ্ঠানে অপেক্ষায় অনুষ্ঠানে অনুরাগীরা।
Published at : 13 May 2023 12:10 PM (IST)