Salman Khan: একসঙ্গে জন্মদিন উদযাপন, নতুন সমীকরণ সলমন আর তাঁর চর্চিত প্রেমিকার মধ্যে?
Salman Khan and Iulia Vantur: সদ্য ৪৪তম জন্মদিন পালন করেছেন ইউলিয়া, আর সেটা আর কারও সঙ্গে নয়, সলমন খান ও তাঁর পরিবারের সঙ্গে!
সদ্য ৪৪তম জন্মদিন পালন করেছেন ইউলিয়া, আর সেটা আর কারও সঙ্গে নয়, সলমন খান ও তাঁর পরিবারের সঙ্গে!
1/10
সম্পর্ক জোড়া লাগল ইউলিয়া ভান্তুর (Iulia Vantur) আর সলমন খানের (Salman Khan)? ৪৪তম জন্মদিনেই মিলল বড় ইঙ্গিত!
2/10
সদ্য ৪৪তম জন্মদিন পালন করেছেন ইউলিয়া, আর সেটা আর কারও সঙ্গে নয়, সলমন খান ও তাঁর পরিবারের সঙ্গে!
3/10
সলমন ও ইউলিয়ার সম্পর্কের গুঞ্জন নতুন নয়, দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল একসঙ্গে থাকছিলেন তাঁরা।
4/10
সেই সময়ে সলমনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা নিয়ে মুখ খুলতেন ইউলিয়া, তখন তিনি ছিলেন সলমনের প্রশংসায় পঞ্চমুখ।
5/10
তবে এরপরে গত বছর থেকেই শোনা যাচ্ছিল, সলমনের সঙ্গে নাকি সম্পর্ক ভেঙে গিয়েছে ইউলিয়ার। বিভিন্ন পার্টিতে আগের মতো আর একসঙ্গে দেখা যেত না সলমন আর ইউলিয়াকে।
6/10
একদিকে যেমন ইউলিয়া তাঁর মিউজিক ভিডিওর মুক্তির পরে মুখ খুলেছিলেন সলমনের ছত্রছায়া থেকে বেরিয়ে নিজের পরিচিতি তৈরি নিয়ে, অন্যদিকে অবশ্য সলমনকে নিয়ে কখনই খারাপ কিছু বলেননি তিনি।
7/10
অন্যদিকে সলমনও তাঁর একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন বার বার প্রেম ভাঙা নিয়ে। সেখানে নাম না করে টেনেছিলেন ইউলিয়ার প্রসঙ্গও।
8/10
তবে ফের কি বদলাচ্ছে সলমন ইউলিয়ার সমীকরণ? তাঁদের একসঙ্গে জন্মদিন উদযাপনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
9/10
সলমনের অনুরাগীরা চান ইউলিয়ার সঙ্গে সম্পর্ক থাকুক সলমনের। তাই সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসার পরেই খুশি অনুরাগীরা।
10/10
তবে সলমন ও ইউলিয়ার সম্পর্কের বর্তমান সমীকরণ ঠিক কি, তাঁরা আদৌ প্রেম করছেন কি না, সেই বিষয় জানেন কেবল তাঁরাই।
Published at : 25 Jul 2024 02:02 PM (IST)