Salman Khan: একসঙ্গে জন্মদিন উদযাপন, নতুন সমীকরণ সলমন আর তাঁর চর্চিত প্রেমিকার মধ্যে?
সম্পর্ক জোড়া লাগল ইউলিয়া ভান্তুর (Iulia Vantur) আর সলমন খানের (Salman Khan)? ৪৪তম জন্মদিনেই মিলল বড় ইঙ্গিত!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্য ৪৪তম জন্মদিন পালন করেছেন ইউলিয়া, আর সেটা আর কারও সঙ্গে নয়, সলমন খান ও তাঁর পরিবারের সঙ্গে!
সলমন ও ইউলিয়ার সম্পর্কের গুঞ্জন নতুন নয়, দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল একসঙ্গে থাকছিলেন তাঁরা।
সেই সময়ে সলমনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা নিয়ে মুখ খুলতেন ইউলিয়া, তখন তিনি ছিলেন সলমনের প্রশংসায় পঞ্চমুখ।
তবে এরপরে গত বছর থেকেই শোনা যাচ্ছিল, সলমনের সঙ্গে নাকি সম্পর্ক ভেঙে গিয়েছে ইউলিয়ার। বিভিন্ন পার্টিতে আগের মতো আর একসঙ্গে দেখা যেত না সলমন আর ইউলিয়াকে।
একদিকে যেমন ইউলিয়া তাঁর মিউজিক ভিডিওর মুক্তির পরে মুখ খুলেছিলেন সলমনের ছত্রছায়া থেকে বেরিয়ে নিজের পরিচিতি তৈরি নিয়ে, অন্যদিকে অবশ্য সলমনকে নিয়ে কখনই খারাপ কিছু বলেননি তিনি।
অন্যদিকে সলমনও তাঁর একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন বার বার প্রেম ভাঙা নিয়ে। সেখানে নাম না করে টেনেছিলেন ইউলিয়ার প্রসঙ্গও।
তবে ফের কি বদলাচ্ছে সলমন ইউলিয়ার সমীকরণ? তাঁদের একসঙ্গে জন্মদিন উদযাপনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সলমনের অনুরাগীরা চান ইউলিয়ার সঙ্গে সম্পর্ক থাকুক সলমনের। তাই সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসার পরেই খুশি অনুরাগীরা।
তবে সলমন ও ইউলিয়ার সম্পর্কের বর্তমান সমীকরণ ঠিক কি, তাঁরা আদৌ প্রেম করছেন কি না, সেই বিষয় জানেন কেবল তাঁরাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -