Salman Khan: ১৩ কোটির ফ্ল্যাট, লাখি জ্যাকেট, জন্মদিনে সলমনকে দামি উপহার এই সেলেবদের
সলমন খান। ছবি অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/11
এক দিন আগেই খেয়েছিলেন সাপের ছোবল। তাতেও জন্মদিন পালন বাদ যায়নি। একই সঙ্গে দামি উপহারে ঝুলি উপচে পড়েছে অভিনেতা সলমন খানের। পরিবারের লোকজন, বন্দু-বান্ধব তো বটেই, সদ্য সাতপাকে বাঁধা পড়া প্রাক্তন প্রেমিকাও উপহার পাঠিয়েছেন তাঁকে।
2/11
সিনেমায় সুযোগ পাওয়া হোক বা রণবীর কপূরের সঙ্গে ব্রেকআপ, মায়ানগরীতে পা রাখার পর থেকে সবেতেই সলমনকে পাশে পেয়েছেন ক্যাটরিনা কাইফ। জন্মদিনে তিনি প্রাক্তন প্রেমিককে সোনার ব্রেসলেট উপহার দিয়েছেন বলে খবর, যার দাম ২-৩ লক্ষ টাকা।
3/11
দাদা সলমনকে জন্মদিনে বিএমডব্লিউ ১০০০ আরআর গাড়ি উপহার দিয়েছেন সোহেল খান। তার দাম ২৫ থেকে ৩০ লক্ষ টাকা।
4/11
আর্থিক প্রতারণা মামলায় নাম জড়ানোয়র পর থেকে জনসমক্ষে সে ভাবে দেখা যাচ্ছে না তাঁকে। তবে সলমনকে জন্মদিনে জ্যাকলিন ফার্নান্ডেজ রোলেক্স ঘড়ি উপহার দিয়েছেন বলে জানা গিয়েছে, যার বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা।
5/11
জন্মদিনের সকালে টুইটারে সলমনকে শুভেচ্ছা জানান সঞ্জয় দত্ত। সলমন তাঁর কাছে চিরকাল ‘ভাই’ থাকবেন বলে জানান। পানভেল না গেলেও, সলমনকে জন্মদিনে হিরের ব্রেসলেট দিয়েছেন সঞ্জয়, যার দাম প্রায় ৮ লক্ষ টাকা।
6/11
ছেলের আর্থিক লেনদেন সংক্রান্ত সবকিছু দেখাশোনা করেন বাবা সেলিম খানই। বড় ছেলেকে জন্মদিনে মুম্বইয়ের জুহুতে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন তিনি, যার দাম প্রায় ১৩ কোটি টাকা।
7/11
দাদার দৌলতে প্রযোজনায় এসে কোটি কোটি টাকা ঘরে তুলেছেন। সলমনকে জন্মদিনে আউডি আরএস কিউ৮ গাড়ি উপহার দিয়েছেন আরবাজ খান। গাড়িটির দাম প্রায় ২-৩ কোটি টাকা।
8/11
সারা ক্ষণই সলমনের প্রশংসা শোনা যায় তাঁর মুখে। জন্মদিনে ‘ভাইজান’-কে লেদার জ্যাকেট উপহার দিয়েছেন অনিল কপূর, যার দাম প্রায় ২৯ লক্ষ টাকা।
9/11
বিপদে-আপদে সব সময় সলমনকে পাশে পেয়েছেন। এক সঙ্গে বেশ কিছু ছবি এবং রিয়্যালিটি শো-ও করেছেন তাঁরা। ১৬ থেকে ১৭ লক্ষ টাকা খরচ করে জন্মদিনে সলমনকে সোনা এবং হিরেখচিত ব্রেসলেট দিয়েছেন শিল্পা শেট্টি।
10/11
পরিবার ছাড়া সলমন কিছু বোঝেন না। পানভেলের ফার্ম হাউসটি-ও বোনের নামে নামাঙ্কিত। ছোট বোন অর্পিতাও দাদাকে ১৫ থেকে ১৭ লক্ষ টাকা খরচ করে রোলেক্স ঘড়ি উপহার দিয়েছেন।
11/11
অর্পিতার স্বামীর জন্য একের পর এক ছবি প্রযোজনা করে চলেছেন সলমন। জন্ম দিনে সলমনকে সোনার চেন দিয়েছেন আয়ুষ শর্মা। দাম পড়েছে প্রায় ৭৫ হাজার টাকা।
Published at : 30 Dec 2021 05:23 PM (IST)