Iti Memories: শহরজুড়ে প্রেমের স্মৃতি, এক অধ্যায় শেষে নতুন সফরের সূচনার গল্প বলবেন সমদর্শী দত্ত, আসছে 'ইতি মেমোরিজ'
ট্রেলার মুক্তি পেল সমদর্শী দত্ত পরিচালিত 'ইতি মেমোরিজ'-এর। সৌম্য মুখোপাধ্যায় ও তানিকা বসু অভিনীত এই ওয়েব সিরিজের প্রত্যেক মুহূর্তে জড়িয়ে শহর কলকাতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই শহরের আনাচ-কানাচ ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে দেখবেন দর্শক পর্দার আহেরীর চোখ দিয়ে। সম্প্রতি হয়ে গেল সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।
এর আগে পোস্টার প্রকাশ্যে আসে 'ইতি মেমোরিজ'-এর। দর্শকের নজরও কাড়ে সেগুলি। এবার সিরিজের ট্রেলার এল প্রকাশ্যে।
সিরিজের ট্রেলার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'স্মৃতির শহরে ছড়িয়ে থাকা এক প্রেমের memories!' এই সিরিজে প্রথমবার জুটি বাঁধবেন সৌম্য ও তানিকা।
পর্দায় এক মর্মস্পর্শী প্রেমের গল্পে দর্শকদের বাঁধতে চলেছেন তাঁরা। শহর কলকাতার বুকে গড়ে ওঠা প্রেম কাহিনিতে মিলবে আধুনিকতার ছোঁয়া। যেখানে প্রেমের চিঠির বদলে তৈরি হয় ভ্লগ।
সিরিজের কাহিনি আবর্তিত হবে মল্লার ও আহেরীকে ঘিরে। মল্লার একজন প্রবাসী বাঙালি। দীর্ঘদিনের প্রেমিকা এবং বাগদত্তা আহেরীর আবদার রাখার জন্য ঠিক বিয়ের আগে আগেই আহেরীর ভালবাসার শহর কলকাতায় মল্লার আসছে।
উদ্দেশ্য প্রিয় মানুষের ভালবাসার শহরটিকে নিজের মত করে চিনে নেওয়া। কোনও একসময় আহেরী মজা করেই মল্লারকে বলেছিল যে সে কখনও কলকাতায় এলে এই তিনশো বছরের প্রাচীন শহরের ইতিহাসের সঙ্গে সে মল্লারকে পরিচিত করে তুলবে।
অর্থাৎ বলাই বাহুল্য মল্লারের কলকাতা ভ্রমণের ট্যুর গাইড হবে আহেরী। কিন্তু মজার ছলে বলা নিজের সেই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয় না আহেরীর।
প্রেমিকার হাত ধরে কলকাতা শহরের অলিগলি ঘুরে দেখা হয় না মল্লারের। দুর্ঘটনায় মৃত্যু হয় আহেরীর। কিন্তু কলকাতা যাপন মল্লার করে।
প্রিয় মানুষের প্রিয় শহরকে আত্মস্থ করার চেষ্টা করে। আঁকড়ে ধরার চেষ্টা করে। শহরের আনাচ-কানাচ থেকে আহেরীকে খুঁজে পেতে চেষ্টা করে। জীবনের একটা অধ্যায়ের শেষ হয় বটে, কিন্তু শুরু হয় নতুন এক সফর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -