Samantha Birthday: অভিনয়ে আসার আগে কী করতেন 'ও অন্তাভা' খ্যাত সামান্থা? জানলে চমক লাগবে
আজ জন্মদিন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা প্রভুর। তবে, কেবলমাত্র দক্ষিণের ছবিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। হিন্দি ছবির জগতেও নানা কাজ করেছেন। আজ জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসামান্থা প্রভুর একটা মিষ্টি ডাকনাম রয়েছে। বন্ধুরা, পরিবারের লোকেরা তাঁকে 'যশোদা' নামে জাকেন বলেই জানা যায়।
ফিটনেসের দিকে নজর রাখলেও খাদ্যরসিক অভিনেত্রী সামান্থা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলে থাকে যে, তাঁর 'সুসি' খেতে সবথেকে বেশি ভালোলাগে।
নানা জায়গায় বেড়াতে যেতে খুবই ভালোবাসেন সামান্থা। তাই তো কাজের ফাঁকে সময় পেলেই ব্যাগপত্তর নিয়ে বেরিয়ে পড়েন। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই তাঁর ভ্রমণবিলাসের আন্দাজ করা যায়।
সামান্থা প্রভুর অভিনয়ে আসা একজন হলিউড অভিনেত্রীর প্রেরণায়। জানা যায়, হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নকে দেখে অনুপ্রাণিত হয়ে অভিনয় কেরিয়ার বাছেন সামান্থা।
গরীব শিশু ও অসুস্থ মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য একটি এনজিও রয়েছে সামান্থা প্রভুর। তাঁর এনজিওর নাম প্রত্যুষা সাপোর্ট।
২০১৩ সালে জানা যায়, মধুমেহ রোগে আক্রান্ত হয়েছেন সামান্থা প্রভু। পরবর্তীকালে 'সত্যমূর্তি' ছবিতে তিনি একজন মধুমেহ রোগীর চরিত্রে অভিনয় করেন।
নিঃসন্দেহে সামান্থা প্রভু একজন স্টাইল আইকন। তাঁর ফ্যাশন সেন্স অনুরাগীদের অত্যন্ত পছন্দের।
জানা যায়, অভিনয় জগতে কেরিয়ার শুরু করার আগে নানা ধরনের চাকরি করতেন সামান্থা প্রভু। নানা কাজের ফাঁকে পার্ট টাইমে মডেলিংও করতেন।
দক্ষিণী ছবির অভিনেত্রীদের মধ্যে ফিটনেসের দিক থেকে তালিকার শীর্ষদিকে থাকেন সামান্থা। প্রতিদিন তিনি নিয়ম মেনে শরীরচর্চা করেন। আর সেই সংক্রান্ত নানা ভিডিও শেয়ার করেন। অভিনেত্রী সামান্থাকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -