Exit Poll 2024
(Source: Poll of Polls)
Sharman Joshi Birthday: নিজে জাত শিল্পী, পরিবারের সকলেই স্বনামধন্য, বলিউডে তবু 'ব্যাকবেঞ্চার' শরমন
প্রতিভাধর অভিনেতার সংখ্যা কম নয় বলিউডে। কিন্তু তাঁদের মধ্যে কত জন সমাদৃত হন, প্রাপ্য সম্মানটুকুই বা কত জন পান, তা নিয়ে বিতর্ক একেবারে গোড়া থেকেই। সাম্প্রতিককালে যাঁরা এই প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন শরমন জোশী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনয় ক্ষমতা হোক বা ছবির চয়ন, প্রত্যেক ক্ষেত্রেই দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। তার পরেও বলিউডের প্রথম সারির অভিনেতা গন্য হওয়া তো দূর, দ্বিতীয়-তৃতীয় সারিতেও অন্তর্ভুক্ত করা হয় না তাঁকে। জন্মদিনে ফিরে দেখা অভিনেতার জীবনের ওঠাপড়া।
শরমনের কেরিয়ারের সেরাতম ছবি ‘থ্রি ইডিয়টস’। রাজু রাস্তোগীর চরিত্রের সঙ্গে পুরোপুরি একাত্ম হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু দু’দশকেরও বেশি দীর্ঘ অভিনেতা জীবনে কমেডি, থ্রিলার, হরর, কোনও জঁনারই বাদ দেননি শরমন।
১৯৭২ সালে গুজরাতি পরিবারে জন্ম শরমনের। তাঁর বাবা অরবিন্দ জোশী গুজরাতি থিয়েটার জগতের নামজাদা অভিনেতা। পিসি সরিতা জোশী হিন্দি টেলিভিশনে অত্যন্ত পরিচিত নাম। মারাঠি থিয়েটারেও নামডাক রয়েছে যথেষ্ট।
হিন্দি, ইংরেজি, মারাঠি, গুজরাতি, চার ভাষাতেই থিয়েটারে হাত পাকিয়েছেন শরমন। শুধু অভিনয় নয়, নাটক পরিচালনা এবং প্রযোজনার অভিজ্ঞতাও রয়েছে। ১৯৯৯ সালে জাতীয় পুরস্কার জয়ী ছবি ‘গডমাদার’-এ অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ শরমনের। ছবিতে ছিলেন শাবানা আজমিও।
এর পর কমেডিতে হাত দেন শরমন। পর পর মুক্তি পায় তাঁর অভিনীত ‘স্টাইল’ এবং তার সিক্যুয়েল ’এক্সকিউজ মি’। এর পর একাধিক কম বাজেটের ছবিতে দেখা যায় তাঁকে। তবে শরমনের কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল ‘রং দে বসন্তি’।
‘গোলমাল’ ছবিতে কৌতুক চরিত্রেও নজর কাড়েন শরমন। শুধু হিন্দি ছবিই নয়, গুজরাতি থিয়েটারেো পাশাপাশি কাজ চালিয়ে গিয়েছেন তিনি। ২০১৪ সালে ছবি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। পরিচালক হিসেবে তাঁর হিন্দি ভাষার রম-কম প্রথম ছবি ‘ম্যায়ঁ অউর তুম’। বিধু বিনোদ চোপড়ার ‘শিকারা’ ছবিতেও দেখা গিয়েছে শরমনকে।
টেলিভিশন অভিনেতা রোহিত রায় শরমনের জামাইবাবু। তাঁর দিদি মানসী জোশী রোহিত-ঘরণী। শরমন নিজে আবার বলিউডের ‘ফরেভার ভিলেন’ প্রেম চোপড়ার জামাতা। প্রেম-কন্যা প্রেরণা শরমনের স্ত্রী। তাঁদের এক কন্যা এবং দুই যমজ পুত্র রয়েছে।
বলিউডে ব্যাকবেঞ্চার তকমা গায়ে সেঁটে গেলেও, ব্যক্তিগত জীবনে খোশমেজাজ শরমন। অবসরে ছবি দেখা, বইপড়া এবং খেলাধুলো নবিয়ে থাকেন। হাইকিংয়েরও শখ রয়েছে তাঁর।
শরমনের প্রিয় অভিনেতা আমির খান। তবে প্রচারের আলো থেকে দূরে থাকাই পছন্দ শরমনের। তাই বলিউডের পার্টিতে হাজিরা দেওয়ার থেকে সময় পেলে বাইরে কোথাও বেরিয়ে পড়াই পছন্দ তাঁর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -