Samantha Ruth Prabhu: অসুস্থতা নিয়ে ভেঙে পড়লেন সামান্থা! ফের কী হল অভিনেত্রীর?
সামান্থা রুথ প্রভু
1/10
বিরল রোগে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। নিজেই কিছুদিন আগে জানিয়েছেন যে তিনি মায়োসাইটিস নামে রোগে আক্রান্ত।
2/10
শারীরিক অসুস্থতার কথা দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আনেন। আর ফের একবার নিজের শারীরিক অসুস্থতা নিয়ে কথা বললেন সামান্থা।
3/10
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফের দীর্ঘ একটি পোস্ট করেছেন সামান্থা প্রভু। তিনি লিখেছেন, 'আমি আর আগের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলাম যে, কিছুদিন ভালো যায়, কিছুদিন খারাপ যায়
4/10
কখনও কখনও আবার কোনও সিদ্ধান্ত নেওয়াও বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু যখন পিছন ফিরে দেখি, দেখতে পাই কত কঠিন পরিস্থিতি আমি পেরিয়ে এসেছি।
5/10
আমি লড়াই করার জন্য সবসময় প্রস্তুত থাকি। একটা বিষয় আজ পরিস্কার করে দিতে চাই।
6/10
আমি দেখলাম, আমার শারীরিক অবস্থার কথা জানানোর পর নানা জায়গায় এটা বলা হচ্ছে যে, আমি যে রোগে আক্রান্ত তাতে জীবনহানি হতে পারে।
7/10
আজ এটা পরিস্কার করে দিতে চাই যে, বর্তমানে আমি যে পরিস্থিতিতে রয়েছি, তাতে আমার রোগটা একেবারেই জীবনহানি ঘটানোর মতো নয়।
8/10
আমি এখনও মারা যাইনি। তাই আমার মনে হয় না, কারও অসুস্থতা সম্পর্কে এমন হেডলাইন তৈরি করা উচিত বলে।'
9/10
কিছুদিন আগে সামান্থা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, 'গত কয়েক মাস আগে আমার শরীরে একটি রোগ ধরা পড়ে। আমার অটো ইমিউন কন্ডিশন দেখা দেয়। এই অসুখকে মায়োসাইটিস বলা হয়। ভেবেছিলাম, এই অসুখ থেকে সেরে উঠে, তারপর তা সকলের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন বুঝতে পারছি, সেরে উঠতে অনেক দেরি রয়েছে।
10/10
ডাক্তারেরা আমাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করঠেন। তাঁরা আামেক আশ্বাস দিয়েছেন যে, আমি পুরোপুরি সেরে যাব একদিন। ভালো দিন, খারাপ দিন দুটোই আমাদের কাটাতে হয়। এখন আমি শারীরিক এবং মানসিক, উভয় দিক থেকেই চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কখনও মনে হচ্ছে, আমি আর একটা দিনও কাটাতে পারব না।'
Published at : 09 Nov 2022 12:17 AM (IST)