Sampurna: পরিবারের বিরুদ্ধে সোহিনীর লড়াই, বিচার পাবেন রাজলক্ষ্মী?
ফের নতুন ওয়েব সিরিজে সোহিনী সরকার (Sohini Sarkar)। তবে এবার তাঁর সঙ্গী আরও এক তরুণ অভিনেত্রী। ইন্দ্রাণী দত্তের কন্যা রাজনন্দিনী পাল (Rajnandini Paul)। সিরিজের নামভূমিকায় অভিনয় করেছেন সোহিনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএছাড়াও এই সিরিজে অভিনয় করছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee), লাবণী সরকার (Laboni Sarkar), রজত গঙ্গোপাধ্যায় (Rajat Ganguly) ও পারমিতা মুখোপাধ্যায় (Parometa Mukherjee)।
সিরিজটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। পরিচালক বলছেন, 'সম্পূর্ণা আমার কাছে খুব বিশেষ একটা প্রোজেক্ট। কারণ এই গল্পের বিষয়বস্তুটা এমনই যেটা নিয়ে বার বার কথা বলা উচিত।
সায়ন্তন আরও বলছেন, 'এখন বৈবাহিক ধর্ষণ নিয়ে মানুষ আগের থেকে অনেক বেশি অবগত ও এর প্রতিবাদও হয়। রয়েছে উপযুক্ত শাস্তিও।
সায়ন্তন আরও বলছেন, 'তারপরেও এখনও সমাজের গভীরে এই সমস্যা রয়েই গিয়েছে। বিবাহ হোক বা না হোক, যে কোনও পরিস্থিতিতে প্রত্যাখানকে সম্মান জানানো উচিত।'
সিরিজটি সম্পর্কে সোহিনী সরকার বলছেন, 'গল্পটা শুনেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমায় এই সিরিজের অংশ হতেই হবে। আমায় গল্পটা খুব ছুঁয়ে গিয়েছিল। সবসময় বিশ্বাস করি মেয়েদের এই ধরণের সমস্যা নিয়ে কথা বলা উচিত।
সোহিনী আরও বলছেন, আশা করি এই সিরিজ মানুষকে অনেকাংশে অবগত করে তুলবে। বিনোদনের উদ্দেশেই যে কোনও সিরিজ বানানো হয় কিন্তু তার মধ্যে দিয়েও যদি কোনও বার্তা দেওয়া যায়, এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।'
২৯ জুলাই থেকে হইচই এর ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -