IND Vs WI, 1st ODI: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওপেনিংয়ে নতুন দিশা দেখিয়েছিলেন সচিন-সৌরভ
১৯৯৭ সালে পোর্ট অফ স্পেনে সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় অবিচ্ছেদ্য ওপেনিং জুটিতে ১১৬ রান যোগ করেছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই প্রথম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কোনও ভারতীয় ওপেনিং জুটির ওয়ান ডে-তে একশোর বেশি রান যোগ করার নজির তৈরি হয়।
এরপর দীর্ঘ প্রায় ১৬ বছরের বিরতি। ২০১৩ সালে শিখর ধবন ও রোহিত শর্মা ওপেনিং জুটিতে ১২৩ রান যোগ করেছিলেন। সেটাও পোর্ট অফ স্পেনেই।
২০১৭ সালে শিখর ধবন ও অজিঙ্ক রাহানে ওপেনিং পার্টনারশিপে ১৩২ রান যোগ করেন।
সেটাই এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ান ডে-তে ওপেনিং জুটিতে ভারতের সর্বোচ্চ স্কোর।
সে বছরই ওপেনিং জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৪ রান তুলেছিল ভারত।
সেই ম্যাচেও ইনিংস ওপেন করেছিলেন ধবন ও রোহিতই।
তারপর শুক্রবার, ২২ জুলাই, ২০২২। ধবন ও গিল যোগ করলেন ১১৯ রান।
এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মোট পাঁচবার ওয়ান ডে দ্বৈরথে ওপেনিং পার্টনারশিপে একশো বা তার বেশি রান যোগ করল ভারত। মজার ব্যাপার হচ্ছে, এর মধ্যে চারটি পার্টনারশিপেই একজন ওপেনার ছিলেন শিখর ধবন। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, এই পাঁচটি সেঞ্চুরি ওপেনিং পার্টনারশিপই হয়েছে পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভাল মাঠে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -