Sandhya Mukhopadhyay Demise: কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের অজানা তথ্য
সদ্য প্রয়াত হয়েছেন 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়। বেশ কিছুদিন হাসপাতালে চিকিতসাধীন থাকার পর আজ সন্ধ্যায় চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ১২ বছর বয়সে রেডিওতে পারফর্ম করা শুরু করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই সময় 'গল্পদাদুর আসর' অনুষ্ঠানের জন্য সুরকার অজয় ভট্টাচার্যের সুরে গান গান তিনি।বিভিন্ন সূত্রে জানা যায়, সেই সময় তিনি সেই গান গাওয়ার জন্য মাত্র পাঁচ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
প্রায় এক বছর পর তাঁর প্রথম গান রেকর্ড হয় 'HMV' থেকে।
প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি প্রথমবার গান গেয়েছিলেন 'অঞ্জনগড়' ছবির জন্য।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রথম শিক্ষাগুরু ছিলেন যামিনী গঙ্গোপাধ্যায়। ছ’বছর তাঁর কাছে তিলিম নিয়েছিলেন সন্ধ্যা। এরপর নিজের বড়দা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে তিনি ইচ্ছেপ্রকাশ করেন।
ভজন, টপ্পা, গজল কীর্তন, ঠুমরি প্রভৃতি শাস্ত্রীয় সঙ্গীতে তুখোড় ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এছাড়াও রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতীতেও পারদর্শী ছিলেন।
জাতীয় পুরস্কারেও সম্মানিত হয়েছেন তিনি। ১৯৭১ সালে ‘জয়জয়ন্তী’ এবং ‘নিশিপদ্ম’ ছবিদু’টির জন্য শ্রেষ্ঠ গায়িকার সম্মান পেয়েছিলেন তিনি।
২০১১-য় পশ্চিমবঙ্গ সরকারের তরফে বঙ্গবিভূষণ পান তিনি। কখনও চোখ বুজে নয়, চোখ খুলে গান গাইতেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুচিত্রা সেনের বেশিরভাগ ছবিতে তাঁর জন্য গান গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। বহু কালজয়ী ছবির জনপ্রিয় সমস্ত গান আজকের দিনেও একইরকমভাবে জনপ্রিয় রয়ে গিয়েছে।
বাংলা গানের সাম্রাজ্ঞী হয়েও কী অবলীলায় চিরকাল বাহুল্যহীন একটা জীবন যাপন করে গিয়েছেন তিনি। বাড়ির ছাদে একসময় ফুলের গাছগুলোই ছিল তাঁর অবসরের সঙ্গী। ফুল বড্ড ভালবাসতেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -