Sandipta Sen: শারদীয়ায় 'নো ডায়েট', সাজ থেকে পেটপুজো সন্দীপ্তার দুর্গাপুজোর সাতকাহন
অনেক বছর পরে, এইবার তাঁর পুজো কাটবে তিলোত্তমায়। নায়িকা ঘুরতে ভালবাসেন বলে প্রত্যেক বছরই পুজোর ছুটিতে ভ্রমণে বেরিয়ে পড়তেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে এবারের পুজোয় নতুন শাড়ি, অষ্টমীর অঞ্জলি-ভোগ আর পরিবার-বন্ধুরা। এবিপি লাইভকে (ABP Live)-কে পুজোর পরিকল্পনা শোনালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)।
পুজোয় কলকাতায় থাকবেন, এইটুকু পাকা। তবে এখনও পুজোর কেনাকাটাই হয়নি সন্দীপ্তার! নায়িকা বলছেন, 'এখনও পর্যন্ত মাত্র ২টো শাড়ি কেনা হয়েছে, তার মধ্যে একটা আবার কালীপুজোর। ফলে হিসেব মতো অষ্টমীর শাড়িটুকুই কেনা হয়েছে।'
সন্দীপ্তা বলছেন, 'আমি একরঙের মলমল খুব ভালবাসি, সেটাই কিনেছি। শপিং শেষ করার এক্কেবারে সময় পাচ্ছি না। পুজোর আগে বিভিন্ন বিজ্ঞাপনী শ্যুট নিয়ে ভীষণ ব্যস্ত।'
কেনাকাটা না হলেও, পুজোর পরিকল্পনা কার্যত পাকা করে ফেলেছেন অভিনেত্রী। সন্দীপ্তা বলছেন, 'অনেক বছর পরে কলকাতায় পুজো কাটাব, তাই এক্কেবারে ছুটির মেজাজ। পুজোর মধ্যে কোনও কাজ আসলেও বারণ করে দিচ্ছি। সপ্তমী থেকে একেবারে কাজ বন্ধ। এবার পুজোয় বাবা-মা, বন্ধু আর পরিবার।'
সন্দীপ্তা বলছেন, 'আমি নতুন আবাসনে গিয়েছি, সেখানে এইবছর প্রথম পুজো। বাবা-মাকে নিয়ে আবাসনের সেই পুজোতেই অঞ্জলি দেব। আর অষ্টমীর ভোগটা মিস করা যাবে না কোনোমতেই। ঘুরে ঘুরে ঠাকুর দেখার সুযোগ তো আর পাই না। ফলে বন্ধুদের বাড়িতে আড্ডার আসর বসবে। অনেকে খুব ভাল গান গায়.. আর রাত জেগে আড্ডা তো রয়েছেই। বন্ধুরা এবার কিছুতেই ছাড়বে না।'
সন্দীপ্তা বলছেন, 'বাঙালির পুজোর থেকে খাওয়া-দাওয়াকে আলাদা করা যায় না কিছুতেই। সন্দীপ্তা বলছেন, 'পুজোর সময় ডায়েট মানি না। মায়ের কাছে আবদার করি, সকালে লুচি আর সাদা আলুর তরকারি খাব। ওটা আমার ভীষণ প্রিয়।'
সন্দীপ্তা বলছেন, 'আবাসনে ভোগ তো খাব বটেই। সপ্তমী বা নবমীর সকালে ইচ্ছা আছে, বাবা-মা আর সৌম্যকে নিয়ে কোনও বাঙালি রেস্তোরাঁয় খেতে যাব। সারা বছরই বাঙালি খাবার ভীষণ পছন্দ করি আমার, আর পুজোর সময় ওটা মাস্ট।''
নিজের শপিং না হলেও, বাবা-মায়ের জন্য কেনাকাটা করে ফেলেছেন সন্দীপ্তা। বলছেন, 'মাকে একটা শার্টিন শিফনের শাড়ি কিনে দিয়েছি খুব সুন্দর। আর একটা গয়নার সেট। বাবা ভীষণ কুল.. ওঁর জন্য চিনোজ, শার্ট আর ব্লেজার। তবে মা-বাবা খুব বকাবকি করছেন, ওঁদের টাকা দিয়ে এখনও কিছু কেন হয়নি আমার।'
পুজোর সময় কী বিশেষ কোনও রূপচর্চা করার সময় হয়? সন্দীপ্তা বলছেন, 'আমি মোটেই পার্লারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানোর মানুষ নয়। সাজগোজ-মেক আপও যতটা সম্ভব কম করি। আমার কাছে মেক আপ করে বাড়ি থেকে বেরনো মানেই সেটা কাজ। হালকা সাজ আর পছন্দের শাড়ি পরেই পুজো কাটবে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -