Sandipta-Soumya Engagement: আংটিবদল করার সময় সৌম্যর কপালে চুম্বন আঁকলেন সন্দীপ্তা.. বাগদান মনে করাল বলিউডকে
Tollywood Marriage: এদিনের অনুষ্ঠান সাজিয়ে তোলা হয়েছিল প্রচুর নাচে গানে। ত্বরিতা চট্টোপাধ্যায় সহ অন্যান্য বন্ধুদের সঙ্গে সন্দীপ্তা পারফর্ম করেন দিল লেজা লেজা গানে।
ছবির সৌজন্যে: দ্য ওয়েডিং ক্যানভাস
1/11
প্যাস্টেল শেডের লেহঙ্গা আর শেরওয়ানিতে ভালবাসার রঙ। নাচ-গানের আয়োজনে এ যেন কোনও ছবির রোম্যান্টিক দৃশ্যের শ্যুটিং!
2/11
আংটি আর মন, দুইই বদল করলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen) ও সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)।
3/11
৭ ডিসেম্বর সামাজিক বিয়ে করে সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা, এর আগে, বালিগঞ্জের এক বাগানবাড়িতে আয়োজন করা হল সন্দীপ্তার আংটিবদলের অনুষ্ঠানের।
4/11
বলিউডে এখন প্যাস্টেল লেহঙ্গার রীতি। অনুষ্কা শর্মা (Anushka Sharma) থেকে শুরু করে আথিয়া শেট্টি (Athia Shetty), পরিণীতি চোপড়া (Parineeti Chopra), আলিয়া ভট্ট (Alia Bhatt)... প্রত্যেকেই বিয়ের বিশেষ দিনটায় বেছেছিলেন প্যাস্টেল শেডের পোশাক।
5/11
যদিও সন্দীপ্তা জানিয়েছেন তিনি বিয়ের দিন একেবারে সাবেকি সাজে সাজবেন। গয়না থেকে শুরু করে বেনারসি... সব কিছুতেই থাকবে সাবেকি ছোঁয়া।
6/11
আংটি-বদলের পোশাকে ছিল নতুনত্ব। ভারি কাজের প্যাস্টেল শেডের লেহঙ্গা পরেছিলেন সন্দীপ্তা। খোলা চুলে ছিল সফট কার্ল আর ফুলের সাজ।
7/11
এদিনের অনুষ্ঠান সাজিয়ে তোলা হয়েছিল প্রচুর নাচে গানে। ত্বরিতা চট্টোপাধ্যায় সহ অন্যান্য বন্ধুদের সঙ্গে সন্দীপ্তা পারফর্ম করেন 'দিল লেজা লেজা' গানে।
8/11
হবু বধূর একার একটি বিশেষ পারফর্মমেন্সও ছিল এইদিন। গানটি ছিল, 'মোহে রং দো লাল, নন্দ কী লাল'। সন্দীপ্তা নাচ করতে ভালবাসেন আর সেই কারণেই নিজের বিশেষ দিনটা তিনি সাজিয়ে তুলেছিলেন নাচে-গানে।
9/11
হবু বরের জন্য বিশেষ গান ও নাচও পরিকল্পনা করেছিলেন সন্দীপ্তা। আর আংটিবদলের সময় সৌম্যর কপালে চুম্বন এঁকে দিলেন সন্দীপ্তা।
10/11
এদিন মঞ্চেই একে অপরকে আংটি পরিয়ে দেন সন্দীপ্তা ও সৌম্য। সোশ্যাল মিডিয়ায় আংটি বদলের ছবিও শেয়ার করেছেন তাঁরা। হইচই-এর CEO-পদে থাকা সৌম্যর সঙ্গে সন্দীপ্তার আলাপ হয়েছিল একটি পার্টিতে।
11/11
সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। অবশেষে সেই সম্পর্ক পরিণতি পেল আংটিবদলে। বাগদানের দিন সাবেকি খাবারের পাশাপাশি আয়োজন ছিল মোগলাই ও চাইনিজেরও। বিয়ের দিন সন্দীপ্তা ও সৌম্য সাবেকি সাজে সাজবেন দুজনেই।
Published at : 03 Dec 2023 08:32 PM (IST)