Sandipta Soumya Honeymoon: সূর্যকে সাক্ষী রেখে নতুন বছরের শুরু, সন্দীপ্তা-সৌম্যর মধুচন্দ্রিমার প্রথম ছবি
Sandipta Soumya Photos: অবশেষে ছুটি.. পাহাড়ের কোলে সৌম্য-সন্দীপ্তার মধুচন্দ্রিমা
অবশেষে ছুটি.. পাহাড়ের কোলে সৌম্য-সন্দীপ্তার মধুচন্দ্রিমা
1/11
২০২৩ সালে বিয়ে, নতুন জীবন শুরু। আর ২০২৪ সাল শুরু হল পাহাড়ে। বছরের প্রথম সূর্যদয়ের আলোয় যেন এক সফর শুরুর বার্তা। মধুচন্দ্রিমায় গিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)।
2/11
গত ৭ ডিসেম্বর সাত পাকে সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee) সঙ্গে বাঁধা পড়েছেন অভিনেত্রী। ব্যস্ততা কাটিয়ে এখন পাহাড়ে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন সৌম্য-সন্দীপ্তা।
3/11
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি শেয়ার করে নিয়েছেন সন্দীপ্তা। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের খাদের ধারে, বনের মধ্যে একে অপরের বাহুলগ্না হয়ে দাঁড়িয়ে রয়েছেন সৌম্য-সন্দীপ্তা। তবে পিছন ফিরে। গায়ে শীতের পোশাক।
4/11
। সামনে যেন সূর্যকে সাক্ষী রেখে তাঁরা শপথ করছেন নতুন জীবনে চলার। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে সন্দীপ্তা লিখেছেন, 'হ্যাপি নিউ ইয়ার ২০২৪'।
5/11
সদ্য 'হইচই' (Hoichoi)-তে মুক্তি পেয়েছে সন্দীপ্তার নতুন ওয়েব সিরিজ 'বোধন ২' (Bodhon 2)। সেই প্রচারের কাজেই ব্যস্ত ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অবশ্য এর ফাঁকেই তিনি শেয়ার করে নিয়েছেন 'ডিনার ডেট'-এর টুকরো ছবি।
6/11
একটি পাঁচতারা হোটেলে বসে খাবার খেতে দেখা গিয়েছিল সদ্যবিবাহিত দম্পতিকে। এরপরে, সন্দীপ্তার ইনস্টাগ্রাম স্টেটাসে ভেসে ওঠে পাহাড়ের দিন ও রাতের সৌন্দর্য্য। চাঁদের আলোয় অপূর্ব পাহাড়ের একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন সন্দীপ্তা।
7/11
কখনও আবার পাহাড়ি বনের মধ্যে আগুনের আঁচে শান্তির ছবি শেয়ার করে সন্দীপ্তা। অভিনেত্রী কোথায় গিয়েছেন তার হদিশ অবশ্য তিনি দেননি। কেবল স্টেটাসে ট্যাগ করে দিয়েছিলেন সৌম্য মুখোপাধ্যায়কে।
8/11
আজ, ইনস্টাগ্রামে প্রথম তাঁদের ট্রিপ থেকে একটি ছবি শেয়ার করে নিলেন সন্দীপ্তা। সেখানে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অনুরাগীরা।
9/11
বিয়ের দিন একটি গোলাপি রঙের ওপর হালকা কাজের বেনারসি পরেছিলেন সন্দীপ্তা। আগেই তিনি জানিয়েছিলেন, হালকা অথচ অন্যধরণের সাজ সাজতে চান তিনি। আর তাই, চিরাচরিত লাল না বেছে সন্দীপ্তা বেছে নিয়েছিলেন গোলাপি বেনারসি। এখন বিয়েতে প্যাস্টেল শেড পরার চল হয়েছে। মূলত এই প্রচলন বলিউড থেকে এসেছে। নিজের বাগদানেও প্যাস্টেল শেডের লেহঙ্গায় সেজেছিলেন সন্দীপ্তা। আর তাই অনেকে মনে করেছিলেন বিয়ের বেনারসিতেও থাকবে সেই প্যাস্টেল শেডই। তবে সন্দীপ্তার এদিনের গোলাপি বেনারসি ছিল নজরকাড়া। তাঁর মাথায় রয়েছে শোলার মুকুট, সেই সঙ্গে সাবেকি টায়রা বেশ আভিজাত্য এনেছে তাঁর লুকে। গায়ে হালকা সোনার গয়না আর মুখে সেই মিষ্টি হাসি।
10/11
সৌম্য মুখোপাধ্যায় বিয়ের জন্য কনের বেনারসির সঙ্গে মিলিয়ে বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের ভারি কাজের শেরওয়ানি। থিমের সঙ্গে মিলিয়েই বর-কনে পছন্দ করেছিলেন মুক্তো গাঁথা হালকা গোলাপি গোলাপের মালা। সব মিলিয়ে সন্দীপ্তা-সৌম্যর বিয়ের সাজ যেন মন জুড়িয়ে দিল।
11/11
সৌম্য ও সন্দীপ্তার বিয়ে দিয়েছেন নন্দিনী ভৌমিক। বৈদিক মতে বিয়ে তাই হয়নি কোনও কন্যাদান। বিয়ের আসরে এদিন নজর কেড়েছিল সন্দীপ্তার হেডসেট বা মাথাপট্টি। হৃদয়ের আকারের এই গয়না ছিল বেশ অন্যরকম।
Published at : 02 Jan 2024 12:18 AM (IST)