Sara Ali Khan: প্রাক্তনের সঙ্গে সম্পর্ক কেমন? ব্যক্তিগত জীবন, প্রেম নিয়ে অকপট সারা আলি খান
'কফি উইথ কর্ণ'-র কাউচে আসার পরেই বারে বারে উঠে এসেছে সারার ব্যক্তিগত জীবনের কথা। উঠে এসেছে কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকার্তিক আরিয়ানের সঙ্গে সারার সম্পর্ক ছিল একসময় বলিউডের বহুচর্চিত সম্পর্ক, জুটি বেঁধে একটি ছবিতে অভিনয়ও করেছিলেন সারা-কার্তিক
তবে সারার সঙ্গে সেই সম্পর্ক টেঁকেনি কার্তিকের, কিছু সময়ের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়।
কার্তিকে ওপর নিজের ভাললাগার কথা কখনোই অস্বীকার করেননি সারা। কর্ণের শো-তে এসেই সারা জানিয়েছিলেন কার্তিক আরিয়ানকে তাঁর ভাল লাগে সেই কথা।
প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখা নিয়েও এদিন খোলামেলা উত্তর দেন সারা। তিনি বলেন, প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখা মোটেই সহজ নয়।
সারা এরপরেও জানান, কারও সঙ্গে জড়িয়ে যাওয়ার পরে সম্পর্ক ভাঙা কষ্টের। তারপরে সেই মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখা সহজ নয়।
সারা আরও বলেন, 'আমি বিশ্বাস করি, কাজের জায়গায় বন্ধু হয় না। সবটাই কাজের সূত্রের সম্পর্ক।
বর্তমানে, নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন তাঁরা। এখন তিনি ব্যস্ত কাজে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -