Sara Ali Khan: প্রাক্তনের সঙ্গে সম্পর্ক কেমন? ব্যক্তিগত জীবন, প্রেম নিয়ে অকপট সারা আলি খান

Sara Ali Khan Relation: কেবল অনন্যা পাণ্ডর ব্যক্তিগত জীবনই নয়, নিজের জীবন নিয়েও অকপট সারা

কেবল অনন্যা পাণ্ডর ব্যক্তিগত জীবনই নয়, নিজের জীবন নিয়েও অকপট সারা

1/8
'কফি উইথ কর্ণ'-র কাউচে আসার পরেই বারে বারে উঠে এসেছে সারার ব্যক্তিগত জীবনের কথা। উঠে এসেছে কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও।
2/8
কার্তিক আরিয়ানের সঙ্গে সারার সম্পর্ক ছিল একসময় বলিউডের বহুচর্চিত সম্পর্ক, জুটি বেঁধে একটি ছবিতে অভিনয়ও করেছিলেন সারা-কার্তিক
3/8
তবে সারার সঙ্গে সেই সম্পর্ক টেঁকেনি কার্তিকের, কিছু সময়ের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়।
4/8
কার্তিকে ওপর নিজের ভাললাগার কথা কখনোই অস্বীকার করেননি সারা। কর্ণের শো-তে এসেই সারা জানিয়েছিলেন কার্তিক আরিয়ানকে তাঁর ভাল লাগে সেই কথা।
5/8
প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখা নিয়েও এদিন খোলামেলা উত্তর দেন সারা। তিনি বলেন, প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখা মোটেই সহজ নয়।
6/8
সারা এরপরেও জানান, কারও সঙ্গে জড়িয়ে যাওয়ার পরে সম্পর্ক ভাঙা কষ্টের। তারপরে সেই মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখা সহজ নয়।
7/8
সারা আরও বলেন, 'আমি বিশ্বাস করি, কাজের জায়গায় বন্ধু হয় না। সবটাই কাজের সূত্রের সম্পর্ক।
8/8
বর্তমানে, নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন তাঁরা। এখন তিনি ব্যস্ত কাজে।
Sponsored Links by Taboola