Happy Birthday Sara Ali Khan : কোন খাবার দেখলে লোভ সামলাতে পারেন না? জন্মদিনে সারা আলি খানের অজানা ১০ তথ্য

সারা আলি খান

1/10
সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে 'কেদারনাথ' ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় সারা আলি খানের।
2/10
ডায়েট মেনে চলতে হলেও পিৎজা খেতে খুবই ভালোবাসেন অভিনেত্রী।
3/10
মিষ্টি খেতে খুব ভালোবাসেন সারা। বলিউডে কান পাতলেই শোনা যায়, মিল্ক কেক আর বেসনের লাড্ডু দেখলে নাকি মোটেই লোভ সামলাতে পারেন না তিনি।
4/10
শ্রীদেবীর দারুণ ভক্ত সইফ আলি খান এবং অমৃতা সিংহের কন্যা সারা।
5/10
কলোম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন সারা আলি খান।
6/10
সারা আলি খানের যখন ৪ বছর বয়স, তখন তিনি একটি বিজ্ঞাপনে অভিনয় করেন।
7/10
ছোটবেলায় ওজন কমানো নিয়ে খুব সমস্যায় ভুগতেন সারা। অতিরিক্ত ওজনের কারণে ছোটবেলা থেকেই কড়া নিয়মের মধ্যে থাকতে হত তাঁকে।
8/10
ইব্রাহিমের মতো তৈমুর এবং জেহ-র সঙ্গেও খুব ভালো বন্ধুত্ব সারার।
9/10
সৎ মা হলেও করিনা কপূর খানের সঙ্গে ভালো সম্পর্ক অভিনেত্রীর। একটি সাক্ষাৎকারে নিজেই জানান সে কথা।
10/10
সারার যখন মাত্র ৯ বছর বয়স, তখনই ডিভোর্স হয়ে যায় সইফ আলি খান এবং অমৃতা সিংহের মধ্যে। বিভিন্ন সাক্ষাৎকারে সারা বলেছেন, বাবার থেকেও বেশি বন্ধুর মতো সম্পর্ক তাঁর সঙ্গে সইফের।
Sponsored Links by Taboola