Sara Ali Khan Relationship: লুকিয়ে-লুকিয়ে এই নায়কের সঙ্গে প্রেম করছিলেন সারা?
বলিউডে আত্মপ্রকাশ হওয়ার পরই বেশ কয়েকজন নায়কের সঙ্গে সারা আলি খানের (Sara Ali Khan) নাম জড়িয়েছে। কখনও শোনা গিয়েছে, তিনি প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে সম্পর্কে রয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবার কখনও নাম জড়িয়েছে কার্তিক আরিয়ানের সঙ্গে। কিন্তু কখনওই অফিশিয়ালি কোনও সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি সারা।
কিন্তু অভিনেত্রীর গোপন সম্পর্কের কথা সবার মাঝে ফাঁস করে দিলেন কর্ণ জোহর (Karan Johar)। আর তাতেই পরিচালক-প্রযোজকের উপর রেগে গেলেন তিনি।
একসময়ে টেলিভিশনের জনপ্রিয় চ্যাট শো ছিল 'কফি উইথ করণ'। যদিও এই বছর থেকে সেটি আর টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে না। বরং, ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। সদ্যই শুরু হয়েছে 'কফি উইথ করণ সিজন ৭'।
যেখানে ইতিমধ্যেই অতিথি হিসেবে শো মাতাতে দেখা গিয়েছে রণবীর সিংহ ও আলিয়া ভট্টকে। আর যে প্রোমো প্রকাশ পেয়েছে, তাতে দেখা যাচ্ছে, বলিউড ও দক্ষিণের বেশ কয়েকজন তারকা উপস্থিত থাকতে চলেছেন এই চ্যাট শো-তে।
'কফি উইথ করণ সিজন ৭' শুরু হওয়া থেকেই নানা বিতর্ক শুরু হয়েছে। কখনও আলিয়া ভট্টের 'সুহাগ রাত' কেন্দ্রিক মন্তব্যকে ঘিরে, তো কখনও অন্য কিছু। এবার সেখানেই বেফাঁস কথা বলে ফেললেন স্বয়ং সঞ্চালক কর্ণ। সারা আলি খানের গোপন প্রেমের কথা প্রকাশ্যে আনলেন তিনি। আর তাতেই তাঁর উপর বেজায় চটলেন নায়িকা।
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে বেশ কিছুদিন ডেটিং করেন সারা আলি খান। বি টাউনের আনাচে কানাচে কান পাতলেই সে কথা শোনা যায়। কিন্তু কোনও তারকাই মুখে কখনও সম্পর্কের কথা স্বীকার করেননি। সম্প্রতি, সারা ও কার্তিকের সম্পর্কের গুঞ্জনকেই স্বীকৃতি দিলেন কর্ণ।
তিনি বলেন, 'আমি ভেবেছিলাম কৃতীকে (শ্যানন) পরেরদিন বলব যে, আমি তো শুধু একটা নাম নিয়েছি মাত্র। কারণ, ক্যাটরিনা (ক্যাটরিনা কাইফ) বলেছিল যে, ওর ভিকির (ভিকি কৌশল) সঙ্গে নিজেকে দেখতে ভালো লাগে। আর ওরা তার কিছুদিন পরই বিয়ে করে নেয়। সারা (সারা আলি খান) জানায় যে, ও কার্তিকের (কার্তিক আরিয়ান) সঙ্গে ডেটিং করছে। আলিয়া (আলিয়া ভট্ট) নাম নেয় রণবীরের (রণবীর কপূর)। সদ্য ওরাও বিয়ে করেছে আর ওদের সন্তানও আসতে চলেছে। আসলে বিষয়টা হচ্ছে, এখানে অনেকেই নিজেদের সম্পর্কের কথা কখনও না কখনও প্রকাশ্যে এনেছে।'
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, 'লভ আজ কাল' ছবির শ্য়ুটিংয়ের সময় থেকেই সারা আলি খান ও কার্তিক আরিয়ান (Kartik Aaryan) একে অপরের সঙ্গে ডেটিং করেন। কিন্তু যেহেতু তাঁরা কখনও সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি, তাই কর্ণের কথায় রেগে গেলেন অভিনেত্রী।
তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে জানান হয়েছে যে, 'কর্ণ প্রকাশ্যে সারার ব্যক্তিগত জীবনের কথা বলায় ও একেবারেই খুশি হয়নি। কারণ, এতে ওর কেরিয়ারে প্রভাব পড়েছে। বলিউডে নিজের জায়গা তৈরি করার জন্য ও যথেষ্ট পরিশ্রম করছে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনও সমস্যা তৈরি হোক, তা ও একেবারেই চায় না। এমন নয় যে, এর জন্য ও কখনও কর্ণের সঙ্গে কথা বলবে না। কিন্তু ও খুব ভেঙে পড়েছে। ও অনেক ছবি করতে চায়। আর তার জন্যই পরিশ্রম করে চলেছে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -