Sara Ali Khan: পাহাড় মিস করছেন, সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি পোস্ট সারা আলি খানের
সারা আলি খান প্রায়ই বিভিন্ন জায়গায় বেড়াতে যান। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/saraalikhan95/
1/8
বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান প্রায়ই বিভিন্ন জায়গায় বেড়াতে যান। তাঁর পছন্দের জায়গা পাহাড়। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বেড়ানোর ছবিতে ভর্তি। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/saraalikhan95/
2/8
গতকাল রাতে ইনস্টাগ্রামে বেড়াতে যাওয়ার পুরনো বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সারা। তিনি লিখেছেন, পাহাড় মিস করছেন। বিশেষ করে পাহাড়ের রোদ গায়ে লাগার বিষয়টি মিস করছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/saraalikhan95/
3/8
গত বছর কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন সারা। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/saraalikhan95/
4/8
কাশ্মীর সারা বছরই সুন্দর। তবে বরফ পড়লে ভূস্বর্গের সৌন্দর্য অনেক বেড়ে যায়। সারার ছবিতে কাশ্মীরের সৌন্দর্য ফুটে উঠেছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/saraalikhan95/
5/8
পাহাড়ে বেড়াতে গিয়ে নদীর ধারে ধ্যান করতেও দেখা যায় সারাকে। সেই ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/saraalikhan95/
6/8
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সারার ছবি ‘আতরঙ্গী রে’। ছবিটি বেশ প্রশংসিত হচ্ছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/saraalikhan95/
7/8
২৪ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ‘আতরঙ্গী রে’। এই ছবিতে সারা ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ধনুষ। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/saraalikhan95/
8/8
এরপর ভিকি কৌশলের সঙ্গে কাজ করতে দেখা যাবে সারাকে। তাঁরা এখন ইনদওরে শ্যুটিং করছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/saraalikhan95/
Published at : 04 Jan 2022 08:32 AM (IST)